মনে করা হয়েছিল ইস্টবেঙ্গল (East Bengal) ক্লাবে আজ হয়তো এসে পৌঁছবে চুক্তির খসড়া। কিন্তু শনিবার রাত পর্যন্ত সূত্রের খবর, তাঁবুতে এসে পৌঁছয়নি চুক্তির কোনও খসড়া।
গত দুই একদিনে ইস্টবেঙ্গল এবং ইমামি সংক্রান্ত আলোচনা জোর পেয়েছিল সামাজিক মাধ্যমে। মনে করা হয়েছিল ক্লাবে আজ খসড়া পাঠানো হতে পারে।
ক্লাব এবং কোম্পানির মধ্যে কবে চূড়ান্ত সই হবে সে দিকে তাকিয়ে রয়েছেন আপামর লাল হলুদ জনতা। কারণ ট্রান্সফার ব্যান, দল গঠন ইত্যাদি বিষয়গুলো ঠিক করা এখনও বাকি রয়েছে। দুই পক্ষের মধ্যে বোঝাপড়া না হওয়া পর্যন্ত সেই কাজগুলো হওয়া সম্ভব নয়।
কোথাও দাবি করা হয়েছে চুক্তি কিংবা শেয়ার সংক্রান্ত আলোচনা শীঘ্রই মিটে যাবে। আলোচনা শেষের দিকে রয়েছে এমনটাও দাবি করা হয়েছে। কিন্তু কবে মিটবে সেটাই হল প্রশ্ন।
ট্রান্সফার উইন্ডোকে কাজে লাগিয়ে ভারতের অন্যান্য দলগুলো নিজেদের গুছিয়ে নিচ্ছে। মাঝেমধ্যেই পাওয়া যাচ্ছে ফুটবলার সই করানোর খবর। সেখানে ইস্টবেঙ্গল ক্লাব এখন অনেকটাই চুপচাপ। গত বছরগুলোর তুলনায় ভালো ফল করতে হলে ভালো দল গড়তে হবে। কর্তারা সেই কাজটা কতোটা পারবেন সে বিষয়ে আশঙ্কা রয়েছে সমর্থকদের মধ্যে।