সব মুসলিমকে এক নজরে দেখবেন না: আর্জি ওমর আব্দুল্লাহর

নয়াদিল্লি: সোমবার সন্ধ্যায় লালকেল্লার অদূরে ভয়াবহ বিস্ফোরণে (Delhi Blast) মূল অভিযোগ উঠেছে পুলওয়ামার চিকিৎসক উমর নবীর বিরুদ্ধে। বিস্ফোরক বোঝাই হুন্ডাই আই ২০ গাড়িটি উমরই চালাচ্ছিলেন বলে তদন্তে উঠে এসেছে। ঘটনায় গ্রেফতার হয়েছেন আরও দুই মুসলিম চিকিৎসক। এই আবহে সকল কাশ্মীরি মুসলিমকে ‘সন্ত্রাসী’ হিসেবে না দেখার আর্জি জানালেন জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ (Omar Abdullah)।

Advertisements

বৃহস্পতিবার সাংবাদিকদের তিনি বললেন, “আমাদের একটা কথা মনে রাখতে হবে – জম্মু ও কাশ্মীরের (Jammu & Kashmir) প্রতিটি বাসিন্দা সন্ত্রাসী বা সন্ত্রাসীদের সাথে যুক্ত নয়। কয়েকজন লোক যারা সর্বদা এখানে শান্তি ও ভ্রাতৃত্ব নষ্ট করে আসছে।”

   

তিনি আরও বলেন, “জম্মু ও কাশ্মীরের প্রতিটি বাসিন্দা এবং আদর্শগত প্রতিটি কাশ্মীরি মুসলিমকে সন্ত্রাসবাদী ভেবে সন্দেহের নজরে দেখলে মানুষকে সঠিক পথে রাখা কঠিন হয়ে পড়ে”। সেইসঙ্গে, লালকেল্লায় বিস্ফোরণের সঙ্গে যুক্তদের “কঠোরতম শাস্তি”-র দাবী জানান ওমর আব্দুল্লাহ।

‘হোয়াইট কলার জঙ্গি’ নিয়ে কি বললেন ওমর আব্দুল্লাহ?

দিল্লির লালকেল্লার সামনে বিস্ফোরণের ঘটনায় ‘হোয়াইট কলার পেশা’-র সঙ্গে যুক্ত যেমন চিকিৎসক, অধ্যাপকদের নাম উঠে এসেছে। উমর নবী, মুজাম্মিল, শাসন এরা সকলেই শুধু শিক্ষিতই নয়, ডাক্তারির মত পেশার সঙ্গে যুক্ত ছিলেন। যাঁদের বাইরে থেকে দেখে কোনভাবেই সন্ত্রাসবাদী বলে মনে হবে না। যদিও, পুলিশ জানতে পেরেছে, ‘হোয়াইট কলার পেশা’-র সঙ্গে যুক্তদের দলে নেওয়া শুরু করেছে জইশের মত বেশ কিছু জঙ্গি সংগঠন।

Advertisements

সম্প্রতি পশ্চিমবঙ্গের বেশ কিছু সফটওয়্যার ইঞ্জিনিয়ারকে জঙ্গি সংগঠন দলে নিয়েছে বলে জানতে পেরেছে পুলিশ। এই বিষয়ে প্রশ্ন করা হলে, জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী (Omar Abdullah) বলেন, “আমরা কি এর আগে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের দেখিনি? কে বলে যে শিক্ষিত লোকেরা এই ধরণের কাজে জড়িত হয় না?”

নিরাপত্তা ব্যবস্থার ত্রুটি নিয়ে প্রশ্ন তোলেন ওমর আব্দুল্লাহ

মঙ্গলবার জানা যায়, শ্রীনগরের শ্রী মহারাজ হরি সিং হাসপাতালের মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত ডঃ নিসার উল হাসানের সঙ্গে জঙ্গি-যোগ মেলায় ২০২৩ সালে তাঁকে বরখাস্ত করেছিলেন জম্মু কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা।

তা সত্ত্বেও কোনও তদন্ত ছাড়াই তিনি কীভাবে ফের আল ফালাহ বিশ্ববিদ্যালয়ে নিযুক্ত হলেন, সেই নিয়ে প্রশ্ন তোলেন ওমর আব্দুল্লাহ (Omar Abdullah)। এদিন তিনি বলেন, “আমি অবাক হচ্ছি যে, চাকরি থেকে বহিষ্কার হওয়ার পর তাঁদের বিরুদ্ধে কী ধরণের তদন্ত করা হয়েছিল? কেন মামলা করা হয়নি? আমরা কেবল কেন্দ্রীয় সরকারকে পরিস্থিতি স্বাভাবিক রাখতে সাহায্য করতে পারি, এবং আমরা তা করছি।”