Donald Tump: ট্রাম্পের বিরুদ্ধে অভ্যুত্থান ঘটানোর অভিযোগ

মার্কিন যুক্তরাষ্ট্র কংগ্রেসের এক শুনানিতে প্রাক্তন  প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) প্রতি অভিযোগ, তিনি ‘অভ্যুত্থান’ ঘটিয়ে সরকার দখল ও বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করিয়েছিলেন। ট্রাম্প প্রেসিডেন্ট…

মার্কিন যুক্তরাষ্ট্র কংগ্রেসের এক শুনানিতে প্রাক্তন  প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) প্রতি অভিযোগ, তিনি ‘অভ্যুত্থান’ ঘটিয়ে সরকার দখল ও বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করিয়েছিলেন। ট্রাম্প প্রেসিডেন্ট থাকাকালীন নজিরবিহীনভাবে ওয়াশিংটনের ক্যাপিটল (সংসদ ভবন) হামলা হয়েছিল।

এই ঘটনার জেরে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্টের বিরুদ্ধে অভ্যুত্থান ঘটানোর অভিযোগে ফের গরম আমেরিকার রাজনীতি।

বিবিসি জানাচ্ছে, ২০২১ সালের ৬ই জানুয়ারি মার্কিন যুক্তরাষ্ট্রের কংগ্রেসে (ক্যাপিটল) ওই হামলা চালিয়েছিলো ট্রাম্পের সমর্থকরা। তখন মার্কিন কংগ্রেস সদস্যরা নব নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের জয়কে আনুষ্ঠানিক করার প্রক্রিয়ায় অংশ নিচ্ছিলেন। হামলার জেরে তীব্র বিতর্ক তৈরি হয়। যদিও ট্রাম্প দাবি করেন, কারচুপি করে তাঁকে ভোটে হারানো হয়েছে। সমর্থকরা এতে ক্ষুব্ধ। তবে তিনি যে ওয়াশিংটনে বিপুল সমর্থক জড়ো করেছিলেন তার প্রমাণ আছে।

ট্রাম্প পরাজয় মানতে না চাওয়ায় তাঁর দল রিপাবলিকান পার্টির দলীয় ভাইস চেয়ারম্যান লিজ চেনি বলেন, ট্রাম্প ওই হামলার ঘটনায় আগুনে ঘি ঢেলেছিলেন

বর্তমান ক্ষমতাসীন ডেমোক্র্যাট দলের সদস্য বেনি থম্পসন বলেছেন, ওই হামলা মার্কিন যুক্তরাষ্ট্রের গণতন্ত্রকে সংকটে ঠেলে দিয়েছিল। 

বিবিসি জানাচ্ছে, মার্কিন সংসদে সেই হামলার তদন্ত গত  এক বছর ধরে হয়। তাতে উঠে এসেছে অভ্যুত্থান প্রসঙ্গ। তবে ডোনাল্ড ট্রাম্প নিজ অবস্থানে অনড়। তিনি বলেছেন, ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ফের অংশ নেব।