হজরত মহম্মদ কে নিয়ে হিন্দুত্ববাদী নেত্রী নূপুর শর্মার করা মন্তব্যের বিতর্কে দেশজুড়ে বিতর্ক। গত তিন দিন ধরে হাওড়া এবং মুর্শিদাবাদে সরগরম পরিস্থিতি। এর প্রেক্ষিতে রাজ্য সরকারের বিরুদ্ধে সুর চড়ালেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেন, পরিস্থিতি সামাল দিতে না পেরে সরকার ইন্টারনেট বন্ধ করে দিচ্ছে।
দিলীপ ঘোষ বলেন, রাজ্য সরকার পরিস্থিতি কন্ট্রোল করতে পারছে না। উলটে উস্কে দিচ্ছে। তৃণমূল রাজনৈতিকভাবে এটাকে ব্যবহার করছে । যখন কাশ্মীরে ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছিল, তখন এখান থেকে অনেক নেতা নেত্রী চেঁচামেচি করছিলেন যে কেন ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে। তাহলে এখন আপনারা কেন ইন্টারনেট বন্ধ করছেন।
হজরত মহম্মদকে নিয়ে নূপুর শর্মার বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে বৃহস্পতিবার থেকে হাওড়া জেলার পাঁচলা, ধুলাগড়, উলুবেড়িয়া সহ বিস্তীর্ণ এলাকায় বিক্ষোভ শুরু হয়। হাওড়ার গ্রামীণের বাগনান থেকে জগতবল্লভপুর সহ একাধিক এলাকায় ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয়েছে। জারি করা হয়েছে ১৪৪ ধারা।
শনিবার একই ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত মুর্শিদাবাদের রেজিনগর এবং বেলডাঙা। মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখার নির্দেশ দিয়েছে প্রশাসন। প্রচুর পরিমাণে পুলিশ মোতায়েন করা হয়েছে।