পঞ্চায়েত নির্বাচনের আগে ফের বিজেপির অন্তর্দ্বন্দ্ব প্রকাশ্যে৷ গত কয়েকদিন ধরে বঙ্গ বিজেপিতে (BJP) যে ঠাণ্ডা লড়াই চলছিল, তাতে ঘৃতাহুতি দিয়েছে সোমবার দিলীপ ঘোষ (DilIp Ghosh) ও ঘনিষ্ঠদের চড়ুইভাতি। বেলা গড়িয়ে সেই খবর বুধবার ছড়িয়ে পড়তেই বঙ্গ বিজেপির অন্দরে আতঙ্ক।
সোনারপুরে পরিচিত এক ব্যক্তির বাগানবাড়িতে চড়ুইভাতি সারলেন দিলীপ ঘোষ। সঙ্গে ছিলেন রাজু বন্দ্যোপাধ্যায়, সায়ন্তন বসু সহ বঙ্গ বিজেপিতে দিলীপ জমানার গুরুত্বপূর্ণ নেতারা। ভাত,ডাল, কাতলা মাছের কালিয়া ছিল পিকনিকের আয়োজনে।
পঞ্চায়েত নির্বাচন সামনে। রাজ্যে এসে দলের হাল হকিকত দেখে বিরক্ত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দ্বন্দ্ব ভুলে সকলকে ফেরানো এবং একজোট হয়ে চলার নির্দেশ দিয়েছেন৷ কিন্তু এরই মধ্যে ঘনিষ্ঠ শিবিরকে নিয়ে গোপনে যেভাবে পিকনিক সারলেন দিলীপ ঘোষ, তা নিয়ে আলোচনা শুরু হয়েছে। পঞ্চায়েত নির্বাচনের আগে বিজেপির অন্দরে ফাটল ক্রমাগত চওড়া হতে শুরু করেছে।
এই ধরনের পিকনিকের আয়োজন আগেও দেখেছে রাজনৈতিক মহল। সাংগঠনিক মতভেদের কারণে বিক্ষুব্ধদের নিয়ে নিজের লোকসভা কেন্দ্রে বৈঠক সেরেছিলেন কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর। এখন দিলীপ ঘোষের পিকনিক বঙ্গ রাজনীতিতে নয়া মোড় দেখাতে শুরু করেছে৷ সম্প্রতি দিলীপ বনাম শুভেন্দুর বাকযুদ্ধ দেখেছে বঙ্গবাসী৷ এখন দিলীপের এই পদক্ষেপে পঞ্চায়েতের মুখে বিজেপিতে তৈরি করছে অন্তর্ঘাত আতঙ্ক।