বাংলার রাজনীতিকে চমকে দিয়ে শাহী বৈঠকের আগে মান্নান-দিলীপ সাক্ষাৎ

Dilip Ghosh-Abdul Mannan meeting

শুক্রবার রাতেই কলকাতায় আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)৷ শনিবার পূর্বাঞ্চলের রাজ্যগুলির সঙ্গে বৈঠকের আগে শুক্রবার রাতেই দলীয় বৈঠক সারবেন তিনি৷ কিন্তু তার আগেই রাজ্য রাজনীতিতে বড় চমক৷ বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষের (Dilip Ghosh) সঙ্গে সাক্ষাত প্রাক্তন বিরোধী দলনেতা আবদুল মান্নানের (Abdul Mannan)। শাহী বৈঠকের মান্নানের সঙ্গে দিলীপের সাক্ষাত অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

প্রসঙ্গত, বর্ষীয়ান কংগ্রেস নেতা আবদুল মান্নান ২০১৬ সালে বিরোধী পক্ষের দলনেতা হিসাবে দায়িত্ব পালন করেছেন৷ সেই সময় বিজেপির ব্যাটন সামলেছেন দিলীপ ঘোষ৷ বিধানসভা নির্বাচনের পর আবদুল মান্নানকে সক্রিয় রাজনীতিতে আর দেখা যায়নি। এমনকি দলের এই দুর্দিনে কোনও মন্তব্যও করতে চাননি। অনেকেই মনে করেছিলেন এবার হয়তো কংগ্রেস থেকে সরে দাঁড়াবেন৷

   

সেই প্রশ্নের মাঝে বাম সতীর্থদের সঙ্গে মিছিলে পা মিলিয়েছেন। সরব হয়েছেন রাজ্য সরকারের কারনামার বিরুদ্ধেও৷ সেই বর্ষীয়ান আবদুল মান্নানের সঙ্গে দিলীপ ঘোষের এই সাক্ষাত ঘিরে রাজ্য রাজনীতিতে নতুন করে জলঘোলা শুরু হয়েছে। যদিও বর্ষীয়ান রাজনীতিবীদের মন্তব্য, এটা সৌজন্য মাত্র।

শুক্রবার রাজ্যের সাংগঠনিক নেতাদের সঙ্গে ব্যাণ্ডেলে সভা করেন বিএল সন্তোষ৷ উপস্থিত ছিলেন শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ সহ অন্যান্য নেতৃত্ব৷ সূত্রের খবর, সেখান থেকেই দিলীপ ঘোষ সোজা গিয়ে আবদুল মান্নানের সঙ্গে দেখা করেন। অমিত শাহের রাজ্য সফরের কিছু মুহুর্তের আগেই এই বৈঠক রাজ্য রাজনীতিতে মোড় ঘোরাবে। বড় চমকের আশায় রাজনৈতিক মহল৷

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন