ভারতীয় পড়ুয়াদের ফের খারকিভ ছাড়ার নির্দেশিকা দিল্লির

রাশিয়ার হামলায় প্রায় বিধ্বস্ত ইউক্রেন। এখনও আটকে রয়েছে হাজার হাজার পড়ুয়া। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার আগেই খারকিভ থেকে ভারতীয়দের পড়ুয়াদের বেরিয়ে আসার নির্দেশ দিল বিদেশমন্ত্রক।…

রাশিয়ার হামলায় প্রায় বিধ্বস্ত ইউক্রেন। এখনও আটকে রয়েছে হাজার হাজার পড়ুয়া। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার আগেই খারকিভ থেকে ভারতীয়দের পড়ুয়াদের বেরিয়ে আসার নির্দেশ দিল বিদেশমন্ত্রক। এর আগেও এই নির্দেশিকা জারি করা হয়। 

দিল্লির বিদেশ মন্ত্রক জানিয়েছে, আন্তর্জাতিক সময়সীমা রাত ৯ টার মধ্যে খারকিভ ছেড়ে পিসোচিন, ববই শহরে পৌঁছে যেতে হবে। জানা গিয়েছে, খারকিভ থেকে এই শহরগুলির দূরত্ব প্রায় ১১ কিলোমিটার। শহরে পৌঁছানোর জন্য কোনো যানবাহনের ব্যবস্থা নেই। পায়ে হেঁটে এতটা রাস্তা আসা একপ্রকার অসম্ভব। 

ইউক্রেন-রাশিয়ার যুদ্ধে ইতিমধ্যেই দুই ভারতীয় পড়ুয়ার মৃত্যু হয়েছে। কর্ণাটকের বাসিন্দা ২১ বছরের নবীন ইউক্রেনে চতুর্থ বর্ষের ডাক্তারির ছাত্র। মঙ্গলবার দুপুরে খাবার আনতে গিয়ে দোকানে লাইন দেয়। সেই সময়েই ক্ষেপনাস্ত্র হামলায় মৃত্যু হয় তাঁর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিহত পড়ুয়ার পরিবারের সঙ্গে যোগাযোগ করেন। এই ঘটনার ২৪ ঘন্টা কাটতে না কাটতেই আরও এক পড়ুয়ার মৃত্যু হয়। এই নিয়ে উদ্বিগ্ন ইউক্রেনে আটকে থাকা ভারতীয়দের পরিবার। 

বুধবার একাধিক বিমান ইউক্রেন থেকে ভারতীয় পড়ুয়াদের নিয়ে ফিরেছে। তারা প্রত্যেকেই যুদ্ধের কারণ ট্রোমায় রয়েছেন। দেশে ফিরে এলেও এখনো ক্ষেপণাস্ত্র-বোমার হামলার আওয়াজ ভোলেনি কেউই। তারা চায়, যুদ্ধ থামুক এবং সকল ভারতীয় নিরাপদে নিজেদের পরিবারের কাছে ফিরে আসুক।