অর্জুন সিং (Arjun Singh) ফের তৃণমূলী। বিজেপি ছেড়ে টিএমসিতে ফিরতেই তীব্র কটাক্ষ করলেন সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী (Sujan Chakraborty)। তিনি বলেন, লুঠের টাকা মোদী নাকি মমতা কার হাত মাথায় রেখে বেশি মিলবে তা বিলক্ষণ জানেন অর্জুন সিং।
অর্জুন সিংকে একরকম লুঠেরা হিসেবে চিহ্নিত করেছেন সুজন চক্রবর্তী। তিনি বলেন এটা কোনও ঘরওয়াপসি নয়। তৃণমূল ও বিজেপির একই ঘরের দুটো দরজা। অর্জুন সিংয়ের তৃণমূল থেকে বিজেপিতে যাওয়া ও ফের তৃণমূলে আসা মানে এক দরজা দিয়ে ঢুকে অন্য দরজা দিকে বের হওয়ার মতো বিষয়।
এদিকে ব্যারাকপুর শিল্পাঞ্চল সরগরম। অর্জুন সিং তৃণমূল কংগ্রেসে আসা মাত্র এলাকায় বিজেপি সমর্থকরা দ্রুত দল বদলাতে শুরু করেছেন। এলাকা থেকে বিজেপি ফিনিশ এমনই মনে করা হচ্ছে।
গত পুর ভোটে বিজেপির হয়ে তেমন কিছু করতে পারেননি অর্জুন সিং। তাঁর খাস এলাকা ভাটপাড়া সহ পুরো উত্তর ২৪ পরগনায় তৃণমূল কংগ্রেস একচ্ছত্র আধিপত্য দেখিয়েছে। ব্যারাকপুর ও ভাটপাড়ায় পুরসভার ভোটে তৃণমূল কংগ্রেসের সঙ্গে স্থানীয় সিপিআইএমের জমদার লড়াই হয়। বিজেপি তেমন কিছু করতে পারেনি। জেলার শিল্পাঞ্চলের সিপিআইএম নেত্রী গার্গী চক্রবর্তীর নেতৃত্ব বাম ভোট উল্লেখযোগ্য বৃদ্ধি পায়।
<
p style=”text-align: justify;”>পুরভোটে এলাকায় জনসমর্থন হারানোর পর বিজেপি ছেড়ে অর্জুন সিংয়ের তৃণমূলে ফেরা শুধু সময়ের অপেক্ষা ছিল। রবিবার তিনি ফের ঘাসফুল শিবিরে। তাঁর মদদুর ভবন থেকে বিজেপির পতাকা নেমে গেল।