BCCI : জাতীয় দলে ফিরলেন কার্তিক, জায়গা হল না ঋদ্ধিমানের

আসন্ন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতের টি২০ সিরিজ। তার আগে পূর্ণাঙ্গ স্কোয়াড ঘোষণা করল ভারতীয় ক্রিকেট নিয়ামক সংস্থা বিসিসিআই (BCCI)। দলে নেই বিরাট কোহলি। ফিরেছেন দীনেশ…

আসন্ন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতের টি২০ সিরিজ। তার আগে পূর্ণাঙ্গ স্কোয়াড ঘোষণা করল ভারতীয় ক্রিকেট নিয়ামক সংস্থা বিসিসিআই (BCCI)। দলে নেই বিরাট কোহলি। ফিরেছেন দীনেশ কার্তিক (Dinesh Karthik)। এছাড়াও রয়েছে চমক। তবে ভালো খেলেও জায়গা হয়নি বাংলার ঋদ্ধিমান সাহার।

চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে ছন্দে রয়েছেন দীনেশ কার্তিক। এখনও পর্যন্ত প্রায় প্রতি ম্যাচেই দাগ কাটতে পেরেছেন তিনি। তাঁকে জাতীয় দলে ফেরানোর ব্যাপারে ক্রমে জোরালো হচ্ছিল দাবি। শেষ পর্যন্ত সেটাই সত্যি হল। ফের ভারতের জাতীয় দলে সুযোগ পেয়েছেন এই উইকেটকিপার-ব্যাটসম্যান।

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে কুড়ি-বিশের স্কোয়াডে জায়গা হয়নি প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলির। চলতি আইপিএল-এ একবারেই ফর্মে ছিলেন না তিনি। রোহিত শর্মাও নেই স্কোয়াডে। দলের অধিনায়ক করা হয়েছে লোকেশ রাহুলকে। সহ-অধিনায়ক ঋষভ পন্থ। স্কোয়াডে জায়গা পেয়েছেন উদীয়মান পেস বোলার উমরান খান।

ভারতের টি২০ স্কোয়াড-

লোকেশ রাহুল (অধিনায়ক), রুতুরাজ গায়কোয়াড, ঈশান কিষান, দীপক হুডা, শ্রেয়স আইয়ার, ঋষভ পন্থ (সহ-অধিনায়ক), দীনেশ কার্তিক, হার্দিক পান্ডেয়া, ভেঙ্কটেশ আইয়ার, যজুবেন্দ্র চাহল, কুলদীপ যাদব, অক্ষর প্যাটেল, রবি বিষ্ণই, ভুবনেশ্বর কুমার, কুলদীপ যাদব, হর্ষল প্যাটেল, আভেস খান, আর্শদীপ সিং, উমরান মালিক।