Bikash Bhattacharya: নিয়োগ দুর্নীতির চুড়ান্ত সিদ্ধান্ত কোথায় হয়েছিল? বিস্ফোরক বিকাশ

প্রাথমিক শিক্ষক নিয়োগ (Tet Scam) দুর্নীতি মামলায় রাতভর জিজ্ঞাসাবাদের পর অন্যতম ‘মাস্টারমাইন্ড’ ও TMC বিধায়ক মানিক ভট্টাচার্যকে গ্রেফতার করেছে ইডি। তোলপাড় রাজ্য রাজনীতি৷ শুধুমাত্র মানিক…

Bikash Bhattacharya: নিয়োগ দুর্নীতির চুড়ান্ত সিদ্ধান্ত কোথায় হয়েছিল? বিস্ফোরক বিকাশ

প্রাথমিক শিক্ষক নিয়োগ (Tet Scam) দুর্নীতি মামলায় রাতভর জিজ্ঞাসাবাদের পর অন্যতম ‘মাস্টারমাইন্ড’ ও TMC বিধায়ক মানিক ভট্টাচার্যকে গ্রেফতার করেছে ইডি। তোলপাড় রাজ্য রাজনীতি৷ শুধুমাত্র মানিক ভট্টাচার্য নয়, নিয়োগ দুর্নীতির জাল বহুদূর বিস্তৃত। তা আগেই দাবি করে এসেছেন CPIM রাজ্যসভার সাংসদ ও দুঁদে আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য (Bikash Bhattacharya)৷ এবার সরাসরি কার বিরুদ্ধে ইঙ্গিত করলেন তিনি?

মঙ্গলবার মানিকের গ্রেফতারের পর বিকাশবাবু বলেন, পাহাড় প্রমাণ দুর্নীতির অন্যতম নায়ক মানিক ভট্টাচার্য। মানিক ভট্টাচার্য গ্রেফতারি এড়াতে সুপ্রিম কোর্টে গিয়েছিলেন। সুপ্রিম কোর্ট বলেছিল তদন্তে সহযোগিতা করতে। তাও তিনি সহযোগিতা করেননি। তারপর তো তাঁকে গ্রেফতার করা ছাড়া অন্য কোনও পথ ছিল না। মুশকিলটা হল এখনও তাঁরা সত্যিটা বলছেন না।

একইসঙ্গে তার বক্তব্য, টাকা দিয়ে বিপুল নিয়োগের চুড়ান্ত সিদ্ধান্ত কোথায় হয়েছিল, সেটা কেউ বলছেন না। তা না জানা পর্যন্ত তদন্তও শেষ হবে না। আর সে কারণে জিজ্ঞাসাবাদ করতে হবে। এমনকি প্রয়োজনে হেফাজতে নিতে বলেও দাবি বর্ষীয়ান বাম নেতার।

Advertisements

উল্লেখ্য, প্রাথমিক শিক্ষাক্ষেত্রে নিয়োগ দুর্নীতি নিয়ে আগেই সরব হয়েছিল কলকাতা হাই কোর্ট। সেকারণেই প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতি পদ থেকে সরিয়ে দেওয়া হয় মানিক ভট্টাচার্যকে। তদন্তকারী সংস্থাদের রিপোর্ট দেখে বিস্ফোরক মন্তব্য করেছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়৷

দীর্ঘ সময় ধরেই মানিক ভট্টাচার্যের ওপর নজর ছিল তদন্তকারী সংস্থাগুলির৷ মানিক ভট্টাচার্যের সম্পত্তির হিসেব চেয়েছিল ইডি৷ সূত্রের খবর, মানিকের দেওয়া একাধিক তথ্য মিলিয়ে দেখে গরমিল খুঁজে পাচ্ছিল তদন্তকারী সংস্থা। এরপর ফের জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয় তাকে৷ সোমবার রাতভর জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার হয় মানিক। প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় শাসক দলের আরও নেতাদের নাম আসতে পারে৷ এমনটাই মনে করছে ওয়াকিবহাল মহল।