CPIM: সৌগতর কাছে ৫ শতাংশ ভালো তৃণমূলের তালিকা চাইলেন সুজন

দুর্নীতি ইস্যুতে বিরোধীদের বিরুদ্ধে বলতে গিয়ে একের পর এক বেফাঁস মন্তব্য করছেন তৃণমূল কংগ্রেস (TMC)  সাংসদ  সৌগত রায়। তাঁর সেই মন্তব্যকে হাতিয়ার করে পাল্টা তোপ দাগলেন সিপিআইএম (CPIM) নেতা সুজন চক্রবর্তী (Sujan Chakraborty)। তীব্র সমালোচনা করলেন সৌগত রায়ের৷

সুজন বলেন, দুর্নীতি যত বাড়ছে, সৌগতবাবুর কথায় দুর্গন্ধ তত বাড়ছে৷ দুষ্কৃতি তত বাড়ছে৷ জুতো পেটা করবে! অসভ্যতার সীমা থাকা উচিত। উনি খুব চটেছেন৷ চোর বলা হচ্ছে কেন? উনি তো নিজেই বলছেন ৯৫ শতাংশ সৎ। বাকি ৫ ভাগ? বাকি ৫ ভাগ? মানে তৃণমূলের ৫০ হাজার নির্বাচিত প্রতিনিধি পঞ্চায়েত থেকে লোকসভা। ৫ শতাংশ মানে আড়াই হাজার৷ এই ৫ শতাংশ অর্থাৎ ২৫০০ জনের তালিকা দিয়ে দিন। হিম্মত আছে? পারবেন না। আবার চোর বললে রেগে যাবেন৷ চোরের প্রতিশব্দ কী হয়? সৌগতবাবু একটা প্রতিশব্দ ঠিক করে দিন৷ চোর বলা হবে না! পাচারকারী, দুষ্কৃতি, লুম্পেন ঠিক করে দিন৷

   

এর পরেই জ্যোতি বসুর প্রসঙ্গ টেনে সুজন চক্রবর্তী বলেন, অটল বিহারী বাজপেয়ী খুব চটেছিলেন জ্যোতিবাবু কেন বিজেপিকে বলেছিলেন অসভ্য বর্বরের দল? জ্যোতিবাবু বললেন, বাবরি ধ্বংসের পর যে কান্ড কারখানা, বিজেপিকে আমি কোন ভালো শব্দ বলতে পারি? বাজপেয়ী সাহেব বলে দেবেন? বাজপেয়ী সাহেব বলতে পারেননি৷ এখন চোরদের কী বলা হবে? সেটা সৌগতবাবু ঠিক করে দিন৷

উল্লেখ্য, গত কয়েক দিন ধরেই বিরোধীদের উদ্দেশ্যে কড়া ভাষায় আক্রমণ শানাচ্ছেন দমদমের তৃণমূল সাংসদ৷ গতকালও এক প্রকাশ্য সভা থেকে তিনি বলেন, সিপিএম, বিজেপি, কংগ্রেসেকে বলছি নিজেদের নিয়ন্ত্রণ না করলে এরপর আপনাদের কেউ জুতোপেটা করলে দুঃখ করবেন না। দিলীপ ঘোষ তো এইট পাস, ফিটার মিস্ত্রি। যা থেকে বিতর্কের সূত্রপাত৷

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন