SSC Scam: মমতার আমলে সরকারি শিক্ষা ব্যবস্থা নষ্টে ষড়যন্ত্র হয়েছে: বিকাশ ভট্টাচার্য

 

Advertisements

শিক্ষাক্ষেত্রে নিয়োগ দুর্নীতির অভিযোগে কোটি কোটি কালো টাকা সহ ধৃত প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তিনি নিজেই দাবি করেন তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে। এবার ষড়যন্ত্র নিয়ে সরব সিপিআইএম সাংসদ ও আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য। তিনি বলছেন আমি পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে একমত। কিন্তু ষড়যন্ত্রটা হলো পশ্চিমবঙ্গের শিক্ষাব্যবস্থাকে একেবারে ভেঙে দেওয়ার পরিকল্পনা।

   

এসএসসি সহ শিক্ষা দফতরের নিয়োগ সংক্রান্ত দুর্নীতির মামলায় দুঁদে আইনজীবী বিকাশ ভট্টাচার্যের আরও দাবি, আপনারা লক্ষ্য করবেন ২০১১ সালে থেকে বিভিন্ন নাম করা কলেজ বিশ্ববিদ্যালয়ে আন্দোলন করা হয়েছে। যে সমস্ত কলেজ, বিশ্ববিদ্যালয়ে আন্দোলন করা হয়েছে, সেগুলো খ্যাতিমান। সেটা কোনও প্রাইভেট স্কুল অথবা কলেজ নয়। এর মাধ্যমে কলেজগুলিকে নিচু করে দেখানোর চেষ্টা করা হয়েছে, অভিভাবকদের দেখানো হয়েছে, প্রাইভেট কলেজে পড়ানো হচ্ছে সেখানে চলে যাও। শিক্ষাব্যবস্থাকে বেসরকারিকরণের পরিকল্পনা চলছে।

বিকাশবাবু বলেন, রাজ্যে বাম আমলের ছিল শিক্ষা ব্যবস্থার প্রসার। বিনা পয়সায় দেওয়া হবে। এখন সেখানে স্কুল উঠে যাচ্ছে। আমাদের কাছে তথ্য রয়েছে কত স্কুল বন্ধ হয়ে গেছে। আমরা আদলতে বলেছি জেনারেশনের পর জেনারেশনকে দুর্নীতিগ্রস্ত করা হয়েছে।

তিনি বলেন, মামলা চলাকালীন এক আইনজীবী সওয়ালের মধ্যে ঢুকে বললেন, সর্বোচ্চ নেতৃত্বের সঙ্গে কথা হয়েছে। সমস্ত মামলা ছেড়ে দাও আমরা সকলকে চাকরি দিয়ে দেবো। এটা আসলে যা টাকা লুঠ হয়েছে সেটা যাতে না জনসমক্ষে আসে সেজন্য একথা বলেছেন। এই জায়গায় শিক্ষা ব্যবস্থাকে নিয়ে গেছে। তার বিরুদ্ধে লড়াই।

বিকাশ ভট্টাচার্য বলেন, একটা দুটো ভুল হলে মেনে নেওয়া যায়। কিন্তু যারা বেশি নম্বর পেয়েছেন শিক্ষাগত যোগ্যতায়, তাঁরা যাতে চাকরি না পা সেই ব্যবথা করা হয়েছে। দুর্নীতির মধ্য দিয়ে চুড়ান্ত ষড়যন্ত্র হয়েছে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন
Advertisements