করোনা (Covid 19) সংক্রমণ এখনই যে স্বস্তি দেবে না সেটি আগেই জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। বুধবার বিশ্ব জুডে করোনাভাইরাসের সর্বশেষ তথ্য তেমনই বলছে। ওয়ার্ল্ডোমিটার এবং মার্কিন যুক্তরাষ্ট্রের জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, বুধবার সকাল পর্যন্ত বিশ্বজুড়ে মোট কোভিড রোগীর সংখ্যা ৪০ কোটি পার করল।
বিশ্বব্যাপী ওমিক্রন ভ্যারিয়্যান্ট নিয়ে আতঙ্ক চলছে। মারা গেছেন ৫৭ লাখ ৬২ হাজার ৫১৮ জন। করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ মার্কিন যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা সাত কোটি ৭০ লাখ ৫১ হাজার ২২২ জন। কোভিডে মারা গেছে নয় লাখ আট হাজার ৮১৬ জন।
এদিকে, ভারতে চলমান করোনার প্রকোপে এ পর্যন্ত মোট শনাক্ত হয়েছে চার কোটি ২৩ লাখ ৩৯ হাজার ৬১১ জন এবং মারা গেছে পাঁচ লাখ চার হাজার ৬২ জন।
রাশিয়ায় করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে এক কোটি ২৯ লাখ ৪৬ হাজার ৮৮৮ জন এবং মারা গেছে তিন লাখ ২৯ হাজার ৯৫১ জন।