Coochbehar: তৃণমূল বিধায়ক উদয়ন গুহর বিরুদ্ধে লক্ষাধিক টাকা তছরুপ অভিযোগ

পুলিশ প্রশাসনের বিরুদ্ধে সরব হয়েছিলেন। নিজের উপর হামলার তদন্তে ঢিলেমির অভিযোগ করেছিলেন। কিন্তু এবার লক্ষাধিক টাকা আত্মসাতের গুরুতর অভিযোগে দিনহাটার বিধায়ক উদয়ন গুহ। Advertisements এবার…

Udayan Guha

পুলিশ প্রশাসনের বিরুদ্ধে সরব হয়েছিলেন। নিজের উপর হামলার তদন্তে ঢিলেমির অভিযোগ করেছিলেন। কিন্তু এবার লক্ষাধিক টাকা আত্মসাতের গুরুতর অভিযোগে দিনহাটার বিধায়ক উদয়ন গুহ।

Advertisements

এবার অর্থ তছরূপের অভিযোগ করল তাঁর পুরনো দল ফরওয়ার্ড ব্লক। একদিকে রাজ্যে এসেছে অমিত শাহ। অন্যদিকে উদয়ন গুহর বিরুদ্ধে এই ধরনের অভিযোগ ওঠায় অস্বস্তিতে পড়েছে টিএমসি।

   

বৃহস্পতিবার ফরওয়ার্ড ব্লকের তরফ সাংবাদিক বৈঠক করে জানানো হয়, ২০১৫ সালে তৃণমূল কংগ্রেসে যোগদানের ঠিক আগে কোচবিহার জেলার বিভিন্ন প্রান্তের দলীয় কর্মীদের থেকে তোলা ১৫ লক্ষ টাকা চাঁদা দলের অ্যাকাউন্টে জমা দেননি উদয়নবাবু। ওই টাকার হিসাব না দিয়েই তৃণমূলে যোগদান করেন তিনি। ফরওয়ার্ড ব্লকের দাবি, এতদিন কোনও নথি না থাকায় পুলিশে অভিযোগ করা হয়নি। কাগজপত্র হাতে এসেছে। এবার অভিযোগ করা হবে।

আরও অভিযোগ, দিনহাটায় ফরওয়ার্ড ব্লকের দফতর দখল করে রেখেছেন উদয়নবাবু। যে দফতরে উনি বসেন সেটি তাঁর বাবা তথা বাম জমানার কৃষিমন্ত্রী কমল গুহর তৈরি করা।

প্রসঙ্গত, গত দু’দিন ধরে রাজ্য পুলিশের বিরুদ্ধে বারংবার সরব হয়েছেন তিনি। ফেসবুক পোস্ট এর মাধ্যমেও সরব হয়েছেন উদয়ন গুহ। এবার তাঁর বিরুদ্ধেই তাঁর পুরনো দল টাকা আত্মসাৎ করার অভিযোগ তুলল।

দিনহাটায় রেকর্ড ভোটে উপ নির্বাচনে জিতেও লাগাতার তৃণমূলের গোষ্ঠীদ্বন্দে মদত দেওয়ার অভিযোগ উঠেছে উদয়নের বিরুদ্ধে।