ভারতের চিন্তা বাড়িয়ে শ্রীলঙ্কার হাম্বানটোটা বন্দরে চিনা যুদ্ধজাহাজ

চরম অর্থনৈতিক সংকটে ভুগছে দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কা (Srilanka)। এরই মাঝে স্যাটেলাইট ও মিসাইল ট্র্যাকিং সুবিধা সম্বলিত একটি চিনা (China) জাহাজ আজ সকালে শ্রীলঙ্কার হাম্বানটোটা বন্দরে এসে…

ভারতের চিন্তা বাড়িয়ে শ্রীলঙ্কার হাম্বানটোটা বন্দরে চিনা যুদ্ধজাহাজ

চরম অর্থনৈতিক সংকটে ভুগছে দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কা (Srilanka)। এরই মাঝে স্যাটেলাইট ও মিসাইল ট্র্যাকিং সুবিধা সম্বলিত একটি চিনা (China) জাহাজ আজ সকালে শ্রীলঙ্কার হাম্বানটোটা বন্দরে এসে পৌঁছেছে। গত ১৫ আগস্ট চিন জানায়, শ্রীলঙ্কা তাদের স্যাটেলাইট ও ক্ষেপণাস্ত্র নজরদারি জাহাজকে মঙ্গলবার তাদের হাম্বানটোটা বন্দরে পৌঁছানোর অনুমতি দিয়েছে। বলা হচ্ছে এটি একটি ‘গুপ্তচর জাহাজ’।

ভারতের তরফে জানানো হয়েছে, এই জাহাজটিকে গুপ্তচর জাহাজ হিসেবে দেখানো হয়েছে। গুপ্তচর জাহাজটি সমুদ্রের তলদেশের মানচিত্র তৈরি করতে পারে, যা চিনা নৌবাহিনীর সাবমেরিন-বিরোধী অভিযানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই চিনা জাহাজ ইউয়ান ওয়াং ৫ ২০০৭ সালে একটি গবেষণার পর প্রকাশ্যে এসেছিল এবং এর ধারণক্ষমতা ১১,০০০ টন।

Advertisements

এটি ভারত মহাসাগরীয় অঞ্চলের উত্তর-পশ্চিম অংশে উপগ্রহ গবেষণা চালিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, যা ভারতের জন্য নিরাপত্তা উদ্বেগ বাড়িয়ে তুলবে। চিন থেকে নেওয়া ঋণ পরিশোধের জন্য শ্রীলঙ্কান সরকার অনেক সংগ্রাম করেছে, যার পরে বন্দরটি ৯৯ বছরের লিজে চিনাদের কাছে হস্তান্তর করা হয়েছে এবং এখন চিনা গুপ্তচর জাহাজটি শ্রীলঙ্কা বন্দরে অবতরণ করেছে।