Fifa Ban India : ব্যান থাকলেও ‘সই’ করানো সম্ভব

ভারতীয় ফুটবলে ফিফার ব্যান (Fifa ban India)। দেশের ক্রীড়া ইতিহাসে এক কালো দিন। এই অবস্থায় ক্লাবগুলো কি পারবে বিদেশি ফুটবলার সই করাতে? এই প্রশ্নের সহজ…

ভারতীয় ফুটবলে ফিফার ব্যান (Fifa ban India)। দেশের ক্রীড়া ইতিহাসে এক কালো দিন। এই অবস্থায় ক্লাবগুলো কি পারবে বিদেশি ফুটবলার সই করাতে?

এই প্রশ্নের সহজ উত্তর ‘ না ‘। ব্যান থাকাকালীন সরকারীভাবে বিদেশি ফুটবলার সই করানো যাবে না। ফলে মাঠে নামানোও সম্ভব না। তাহলে প্রতিবেদনের হেডলাইন কী করে লেখা হল “ব্যান থাকলেও সই করানো সম্ভব?”

   

ব্যান যতো দিন আছে, ততদিন বিদেশি খেলোয়াড় সরকারী খাতায় সই করানো যাবে না। কোনো ক্লাব ব্যক্তিগতভাবে বিদেশি ফুটবলারকে নিশ্চিত করতে পারে বা সই করিয়ে রাখতে পারে। তবে রেজিষ্টার করতে পারবে না। সোজা কথায়, ব্যাক্তিগত বোঝাপড়ায় ফুটবলারকে রাজি করানো যেতে পারে। কিন্তু রেজিস্ট্রেশন বা মাঠে নামানো সম্ভব না। 

ব্যান থাকার পরেও ফুটবলার সই করানো না নিশ্চিত করার উদাহরণ হাতে গরম রয়েছে। ইস্টবেঙ্গলের ওপর দীর্ঘ দিন ট্রান্সফার ব্যান ছিল। যার ফলে ক্লাবে বিদেশি ফুটবলারদের সরকারীভাবে সই করাতে পারছিল না। তবে নিশ্চিত করে রাখছিল। চুক্তির খসড়া পাঠিয়ে সেখানে সম্মতি আদায় করে নিয়েছিল। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পরে সরকারীভাবে সই।