জুনে করোনার New Wave, আক্রান্তের সংখ্যা ৬ কোটি ছাড়িয়ে যাওয়ার আশঙ্কা

Young Girl Wearing Mask during COVID-19 Pandemic in India

এক শীর্ষ চিনা বিশেষজ্ঞের কোভিড মহামারী নিয়ে দাবিতে আলোড়ণ ফেলে দিয়েছে গোটে বিশ্বে। চিনা বিশেষজ্ঞে ঝং নানাশান দাবি করেছেন যে জুনের শেষে করোনার (covid 19)  একটা নতুন ঢেউ (new wave) আসতে পারে। তিনি এটাও বলেছেন যে সেই করোনার নতুন ঢেউ অন্তত ৬৫ মিলিয়ন (৬ কোটি) মানুষকে সংক্রামিত করতে পারে। নানশান সোমবার দক্ষিণ চিনের গুয়াংডং প্রদেশের গুয়াংঝুতে ২০২৩ গ্রেটার বে এরিয়া সায়েন্স ফোরামে এমন আশঙ্কা প্রকাশ করেন।

নানশান বলেন করোনা সংক্রমনের ভাইরাস এক্সবিবি রূপ এড়ানোর জন্য দুটো নতুন ভ্যাকসিন বাজারে খুব তাড়াতাড়ি বাজারে আসতে পারে।

   

নানশান দাবি করেছেন যে এপ্রিলের শেষে এবং মে মাসের শুরুতে কোভিডের আশঙ্কা প্রত্যাশিত ছিল এবং মে মাসের শেষের দিকে সংক্রমণের সম্ভাবনা দেখা দিতে পারে। এই সংক্রমনের জন্য প্রতি সপ্তাহ প্রাই ৮ কোটিতে পৌঁছবে সংক্রমণের সংখ্যা। জুনের শেষে সেটা পৌঁছে যাবে প্রায় ৬৫ মিলিয়ন।

নানশান আরও দাবি করেছেন যে XBB ভেরিয়েন্টকে কাবু করতে চিন দুটি ভ্যাকসিন অনুমোদন করেছে। এগুলি খুব শীঘ্রই চালু করা হবে।

ভারতের করোনা আপডেট:

ভারতে গত ২৪ ঘণ্টায় ৪৭৩ টি নতুন করোনা ভাইরাসের সংক্রমণ হয়েছে। এই নিয়ে দেশে এখন সংক্রমণের সংখ্যা ৮,৮৯,৮৬,৯৩৪ কোটি। চিকিৎসাদিন রোগীর সংখ্যা কিছুটা কমে এখন দাঁড়িয়েছে ৭ হাজার ৬২৩ জন।

সোমবার স্বাস্থ্য মন্ত্রকের প্রকাশিত বুলেটিন অনুযায়ী, করোনা ভাইরাস সংক্রমণে আরও সাতজনের মৃত্যু হয়েছে। দেশে কোভিডে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫,৩১, ৮৩৯ জন।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন