China PLA Coup: গণফৌজের অভ্যুত্থানে জিনপিং বন্দি? নীরব চিন, বিশ্ব সরব

বিশ্ব জুড়ে হই হই। চিনের (China) প্রেসিডেন্ট তথা কমিউনিস্ট (CPC) পার্টি পরিচালিত সরকারের প্রধান শি জিনপিংকে ( Xi Jinping) বন্দি করার বার্তায়। পরপর সোশ্যাল মিডিয়া…

China jinping

বিশ্ব জুড়ে হই হই। চিনের (China) প্রেসিডেন্ট তথা কমিউনিস্ট (CPC) পার্টি পরিচালিত সরকারের প্রধান শি জিনপিংকে ( Xi Jinping) বন্দি করার বার্তায়। পরপর সোশ্যাল মিডিয়া পোস্ট হয়েছে চিন সহ বিভিন্ন দেশ থেকে। তাতে দাবি করা হচ্ছে চিনের সেনা অর্থাৎ গণফৌজে আভ্যুত্থান (China PLA Coup) ঘটিয়েছে। বেজিংয়ে গৃহবন্দি প্রেসিডেন্সি জিনপিং। সেনাবাহিনীর কয়েকজন শীর্ষ কর্তা এখন ক্ষমতার কেন্দ্রে। বিনা বাক্যে আত্মসমর্পণ করেছেন জিনপিং।

Xi Jinping vows Taiwan

   

জিনপিংকে বন্দি করার দাবি কি সঠিক? বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম ও সংবাদ সংস্থাগুলির খবর, চিনের অভ্যন্তরে সেনা অভ্যুত্থানের বিষয়ে কিছু জানা যায়নি। তবে কী ঘটেছে?

চিন থেকে বিশেষ সূত্র ও বিভিন্ন সোশ্যাল সাইটের পোস্ট ফ্যাক্ট চেক করেছে India Today সংবাদ মাধ্যম। ভারতের প্রথম সারির এই সংবাদ মাধ্যমের খবরের শিরোনাম, ‘Social media abuzz with rumour of coup in Beijing against Xi Jinping’ (সামাজিক মাধ্যমে চিনের প্রেসিডেন্টের বিরুদ্ধে অভ্যুত্থানের গুজব ঝড়)

India Today জানাচ্ছে, উজবেকিস্তানের সমরখন্দ শহরে সাংহাই কোআপারেশন অর্গানাইজেশন (SCO) সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করে দেশে ফিরে যান জিনপিং। তারপর আচমকা সামাজিক মা়ধ্যমে চিনা প্রেসিডেন্টকে গৃহবন্দি করার বার্তা ও চিনের সেনার কনভয় যাত্রার ছবি ছড়িয়ে পড়ে। এই ঘটনার পক্ষে চিন সরকার ও ক্ষমতাসীন দল কমিউনিস্ট পার্টি নীরব।

India Today প্রকাশ করেছে বিজেপি নেতা সুব্রক্ষ্যণম স্বামীর একটি টুইট। তিনি দাবি করেছেন জিনপিংয়ের বিরুদ্ধে অভ্যুত্থান ও তাঁকে বন্দি করা সম্পূর্ণ গুজব।

India Today জানাচ্ছে, সম্প্রতি চিনা কমিউনিস্ট পার্টির অভ্যন্তরে একটি দুর্নীতি বিরোধী অভিযান চলে। এতে দুই প্রাক্তন মন্ত্রীর মৃত্যুদণ্ডের সাজা হয়েছে। আরও চার সেনা অফিসারের যাবজ্জীবন জেলের সাজা হয়েছে। দুর্নীতি দমন অভিযান এখনও চলছে। ধৃত সেনা কর্তারা প্রেসিডেন্ট জিনপিং বিরোধী গোষ্ঠির বলেই পরিচিত। জিনপিংকে বন্দি করার গুজব বিরোধী গোষ্ঠী ছড়িয়েছে বলেই মনে করা হচ্ছে।