China: মাওকে ছুঁলেন জিনপিং, একটানা তিনবার চিনের প্রেসিডেন্ট

হ্যাট্রিক! তৃতীয়বারের জন্য চিনের(China) প্রেসিডেন্ট হলেন শি জিনপিং। একবার নয়,দুবার নয়, তৃতীয়বারের মতো চিনের রাষ্ট্রপতি পদে নির্বাচিত হয়ে নয়া রেকর্ড গড়লেন তিনি। তৃতীয়বারের মতো নির্বাচিত হয়ে আগামী পাঁচ বছরের জন্য আবারও একবার চিনের প্রধান ক্ষমতায় তিনি।

দীর্ঘ ১০ বছর ধরে চিনের ক্ষমতাসীন জিনপিং। তবে দেশের প্রেসিডেন্ট হওয়া এইবারের লড়াইটা ছিল বেশ চ্যালেঞ্জিং। সাম্প্রতিককালে জিনপিংকে নিয়ে যেভাবে একের পর এক বিতর্ক তৈরি হয় তাতে প্রেসিডেন্ট নির্বাচনে তাঁর হেরে যাওয়ার সম্ভাবনা প্রকট হয়ে ওঠে। সমালোচনার অবসান ঘটিয়ে ফের ক্ষমতায় আসীন হলেন জিনপিং। দিয়েছেন সমালোচকদের মোক্ষম জবাব।

   

চিনা কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠাতা ছিলেন মাও সেতুং। তাঁর পর থেকে কোন নেতা পরপর কিংবা চিনের প্রধান হতে পারেনি। তবে অতীতের সব রেকর্ড ভেঙে বর্তমানে রেকর্ড করলেন শি জিনপিং। তৈরি করলেন ইতিহাস।

এদিন তৃতীয়বারের জন্য দলের প্রধান নিযুক্ত হওয়ার পর জিনপিং বক্তৃতা দিতে উঠে বলেন, “আপনারা যে আমার উপর ভরসা রেখেছেন, তার জন্য সকলকে ধন্যবাদ। বিগত বেশ কয়েক বছরের চীন অনেক কিছু অর্জন করেছে। এখনো দেশকে অনেক কিছু দেওয়ার রয়েছে। সমস্ত দিক থেকে দেশকে আধুনিক সমাজতান্ত্রিকভাবে প্রতিষ্ঠিত করা হবে আমার প্রধান লক্ষ্য।”

সূত্রের খবর অনুযায়ী, চিনের নয়া প্রেসিডেন্ট জিনপিংয়ের দলে রয়েছেন লি কিয়াং, শাও লেজি, ওয়াঙ, কাই কি, লি শি এবং ডিং শেকশিয়াং। একই সঙ্গে দেশের প্রধানমন্ত্রী পদে কেকিয়াংয়ের স্থানে নিযুক্ত করা হয়েছে লি কিয়াংকে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন