China Army Coup: প্রেসিডেন্ট পদে জিনপিং? চিনা কমিউনিস্ট পার্টির মুখপত্রে বড় ইঙ্গিত

চিনে গণফৌজ (PLA) তথা দেশটির সেনাবহিনীর অভ্যুত্থানে (China Army Coup) ক্ষমতাচ্যুত শি জিনপিং (Xi Jinping)? বিশ্ব জুড়ে ঘুরছে এই প্রশ্ন। গোদের উপর বিষফোঁড়া হয়েছে পরপর…

Xi Jinping

চিনে গণফৌজ (PLA) তথা দেশটির সেনাবহিনীর অভ্যুত্থানে (China Army Coup) ক্ষমতাচ্যুত শি জিনপিং (Xi Jinping)? বিশ্ব জুড়ে ঘুরছে এই প্রশ্ন। গোদের উপর বিষফোঁড়া হয়েছে পরপর বিমান বাতিলের ইস্যু। একইসাথে বেজিং সহ বিভিন্ন শহরে চিনা সেনার কনভয় দেখে সন্দেহ প্রবল দেশটিতে সামরিক অভ্যুত্থান হয়েছে। কী ঘটেছে (China) চিনে? বিশ্ব সরব হলেও চিন কিন্তু নীরব।

প্রেসিডেন্সি শি জিনপিংকে গৃহবন্দি করে রাখা ও তাঁকে সরিয়ে পরবর্তী রাষ্ট্রপ্রধান নিয়োগের যে বার্তা বিশ্ব জুড়ে ছড়িয়েছে, সে বিষয়ে চিনের নীরবতা নিয়েই প্রশ্ন ছিল। সরাসরি কিছু বিবৃতি না দিলেও চিনের ক্ষমতাসীন দল কমিউনিস্ট পার্টি ইঙ্গিতে জানিয়েছে প্রেসিডেন্ট পদেই আছেন জিনপিং।

চিনা কমিউনিস্ট পার্টির দৈনিক মুখপত্র ‘People’s Daily’ তাদের ওয়েব সংস্করণে ‘Xi writes foreword for literature collection on rejuvenation‘ নামে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। এই প্রতিবেদনটি মূলত চিনের জাতীয় পুনরজ্জীবনে পরবর্রতী কর্মসূচিতে এগিয়ে যাওয়ার বার্তা দিয়েছেন জিনপিং।

Xi Jinping

তাৎপর্যপূর্ণ, প্রতিবেদনটি সরাসরি ‘People’s Daily’ লিখিত নয়। চিনের সংবাদ সংস্থা জিনহুয়া (Xinhua) প্রকাশিত খবরটি কমিউনিস্ট পার্টির মুখপত্রে প্রকাশ করা হয়েছে। এই প্রতিবেদনের শুরুতেই শি জিনপিংকে ‘প্রেসিডেন্ট’ বলে স্বীকার করা হয়েছে।

প্রতিবেদনে লেখা হয়েছে, চিনা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক ও মিলিটারি কমিশনের চেয়ারম্যান শি জিনপিং। ‘People’s Daily’ তে প্রকাশ হওয়া সংবাদটি স্পষ্টই ইঙ্গিত দিল, জিনপিং কোনওভাবেই ক্ষমতাচ্যুত নন।

এদিকে টানা দুদিন ধরে চিনের অভ্যন্তরে কী ঘটছে তা জানতে মরিয়া বিশ্ব। একাধিক সোশ্যাল মিডিয়া পোস্ট থেকে ছড়িয়েছে সেনা অভ্যুত্থানে চিনা প্রেসিডেন্ট জিনপিংকে বন্দি করা হয়েছে। সামাজিক গণমাধ্যমের এই বার্তা নিয়ে সর্বত্র আলোড়িত ছড়ালেও চিন সরকারিভাবে কিন্তু নীরব।