৭০টি চিনা যুদ্ধবিমান ও ১১টি যুদ্ধ জাহাজ ঘুরছে। তাইওয়ানের এমন দাবির পর চিন দিল আলোড়ন ফেলা প্রতিক্রিয়া। বেজিং জানিয়েছে, তা়ইওয়ানকে ঘিরে ফেলার মহড়া চালানো হচ্ছে।
বিবিসির খবর, তাইওয়ান ঘিরে তৃতীয় দিনের মতো চলছে চিনের সামরিক মহড়া। এর জেরে চরম উত্তেজনা। সোমবার চিন বলেছে, তারা তাইওয়ানকে ‘ঘিরে ফেলার মহড়া’ চালাচ্ছে। তাইওয়ান প্রতিরক্ষা মন্ত্রকের পক্ষ থেকে বলা হয়েছে, চিনা ইস্টার্ন থিয়েটার কমান্ড সামরিক মহড়া অব্যাহত রেখেছে।
চিনের সরকারি সংবাদ মাধ্যমে বলা হয় এই মহড়ায় দূরপাল্লার রকেট, নৌবাহিনীর ডেস্ট্রয়ার, ক্ষেপণাস্ত্রবাহী জাহাজ, যুদ্ধবিমান, বোমারু বিমান, জ্যামার সহ আরও অনেক অত্যাধুনিক সামরিক সরঞ্জাম ব্যবহার করা হচ্ছে।
চিন এই মহড়ার নাম রেখেছে ‘জয়েন্ট সোর্ড’। চিনের যুদ্ধজাহাজ পিংটন দ্বীপের কাছে অবস্থান নিয়েছে। চিনের এই দ্বীপটি তাইওয়ানের সবচেয়ে কাছে। ফলে তাইওয়ান জুড়ে প্রবল আতঙ্ক। প্রতিক্রিয়ায় মার্কিন যুক্তরাষ্ট্র জানায়, চিম কী করছে তার ওপর নজর রাখা হচ্ছে।