চলতি মাসের শেষে ফের জঙ্গলমহল সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী!

সম্প্রতি পশ্চিম মেদিনীপুর ও জঙ্গলমহল সফরে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার জানা যাচ্ছে, ফের একবার জঙ্গল মহল সফরে যাবেন তৃণমূল সুপ্রিমো। আগামী ৩১ মে পুরুলিয়ায়…

short-samachar

সম্প্রতি পশ্চিম মেদিনীপুর ও জঙ্গলমহল সফরে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার জানা যাচ্ছে, ফের একবার জঙ্গল মহল সফরে যাবেন তৃণমূল সুপ্রিমো। আগামী ৩১ মে পুরুলিয়ায় কর্মিসভা করবেন তিনি। এরপর প্রশাসনিক বৈঠক হতে পারে। তবে এখনও সেই কর্মসূচি চূড়ান্ত হয়নি। ১ জুন মুখ্যমন্ত্রী যেতে পারেন বাঁকুড়ায়। পঞ্চায়েত ভোটকে সামনে রেখেই মুখ্যমন্ত্রীর জেলা সফর।

   

জানা গিয়েছে, আগামী ৩১ মে সকাল ১০টা নাগাদ পুরুলিয়ায় মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মিসভা রয়েছে। তবে প্রশাসনিক বৈঠকের বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি বলেই জানিয়েছে পুরুলিয়া জেলা প্রশাসন। অন্যদিকে, পুরুলিয়ায় তৃণমূল নেত্রীর কর্মিসভার দিনক্ষণ চূড়ান্ত হতেই ব্যস্ততা শুরু পুরুলিয়া জেলা তৃণমূল।

শনিবার কর্মিসভার স্থল চূড়ান্ত করতে রাজ্যের পূর্ত এবং আইন ও বিচার বিভাগীয় মন্ত্রী মলয় ঘটক পুরুলিয়ায় পৌঁছন। জেলা তৃণমূলের সভাপতি বলেন, আরও কয়েকটি মাঠ দেখার পর কর্মিসভার জায়গা চূড়ান্ত করবেন মন্ত্রী। প্রসঙ্গত, ২০২১ সালের বিধানসভা নির্বাচনের পর এই প্রথম তৃণমূল নেত্রী পুরুলিয়ায় পা রাখবেন।

সম্প্রতি জেলা সফরে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেখান থেকে কেন্দ্রীয় সরকারকে নিয়েছিলেন একহাত। একাধিক বিষয় নিয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছিলেন। সামনেই রয়েছে পঞ্চায়েত ভোট। তাই এখন থেকেই কোমর বেঁধে ময়দানে নেমে পড়েছেন নেত্রী, এমনটাই মনে করছেন অনেকে।