Laser Attack: সেনা বিমানে ফের লেজার হামলা চিনের!

চিনের বিরুদ্ধে ফের লেজার হামলার Laser Attack) অভিযোগ। আমেরিকার পর এবার অস্ট্রেলিয়ার পক্ষ থেকে আনা হয়েছে এই অভিযোগ। সমুদ্রের ওপর দিয়ে যাওয়ার সময় চিনা জাহাজ থেকে লেজার তাক করা হয়েছিল বলে জানা গিয়েছে। 

Laser Attack: সেনা বিমানে ফের লেজার হামলা চিনের!

চিনের বিরুদ্ধে ফের লেজার হামলার Laser Attack) অভিযোগ। আমেরিকার পর এবার অস্ট্রেলিয়ার পক্ষ থেকে আনা হয়েছে এই অভিযোগ। সমুদ্রের ওপর দিয়ে যাওয়ার সময় চিনা জাহাজ থেকে লেজার তাক করা হয়েছিল বলে জানা গিয়েছে। 

চিন এবং প্রশান্ত মহাসাগরের দেশগুলোর মধ্যে নতুন করে দ্বন্দ্ব দেখা দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ড্রাগন সেনার বিরুদ্ধে অভিযোগ, অস্ট্রেলিয়ার উত্তরে চিন সেনার কার্যকলাপে জীবন বিপন্ন হয়েছিল অস্ট্রেলিয়ান সেনার। 

ফেব্রুয়ারির এক মাঝরাতে অস্টেলিয়া ডিফেন্স ফোর্সের একটি বিমানের ওপর লেজার তাক করা হয়েছিল বলে দাবি করা হচ্ছে কিছু আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের তরফে। ঘটনার সময় বিমানে ছিলেন দশজন যাত্রী। 

Advertisements

সম্প্রতি চিনের দু’টি জলযানকে দেখা গিয়েছে সাগরে। অস্ট্রেলিয়ান ডিফেন্স ফোর্সের পক্ষ থেকে বলা হয়েছিল যে পাঁচ দিনে ছ’বার নজরে পড়েছিল চিনা ভেসেল দু’টি। ‘ঘটনাটি প্রতিরক্ষা কর্মীদের জীবন বিপন্ন করতে পারত’, অস্ট্রেলিয়ার পক্ষ থেকে দেওয়া হয়েছিল বিবৃতি। ‘পেশাগত সেনার কাছ থেকে এ ধরণের আচরণ আমরা কখনও আশা করিনি।’

২০২০ সালে প্রায় একই অভিযোগ তুলেছিল মার্কিন যুক্তরাষ্ট্রের সেনা। ইউএস নেভির অভিযোগ ছিল, প্রশান্ত মহাসাগরের ওপর দিয়ে যাওয়ার সময় তাদের বিমানের ওপর লেজার হামলা চালিয়েছিল চিন। হতাহতের খবর না মিললেও ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছিল আমেরিকা।