CFL: দক্ষিণেশ্বর থেকে ঘুরে এসেই বড় জয় পেল কলকাতার ঐতিহ্যবাহী ক্লাব

Khidirpur sporting club got win against George telegraph

কলকাতা ফুটবল লিগে (CFL) নামার আগে ফর্মে থাকার ইঙ্গিত দিচ্ছে খিদিরপুর স্পোর্টিং ক্লাব (Kidderpore Sporting Club)। প্রস্তুতি ম্যাচে জয় পেয়েছে তারা। ওপেন প্লে থেকে এসেছে গোল। তার থেকেও বড় কথা, চাপের মুখে ঘুরে দাঁড়িয়েছে দল।

ভালো ফল করার লক্ষ্যে এবারও দল গঠন করেছে খিদিরপুর। স্কোয়াডে রয়েছেন ভালো মানের বিদেশি ফুটবলার। রয়েছেন বহু প্রতিশ্রুতিমান খেলোয়াড়। গোলে কলকাতা ফুটবলকে গুলে খাওয়া প্রিয়ান্ত সিং।

   

কিছু দিন আগে গোটা দল নিয়ে দক্ষিণেশ্বরে গিয়েছিল খিদিরপুরের ফুটবল দল। নতুন মরসুম শুরু করার আগে নিশ্চই মঙ্গল কামনা করেছেন ক্লাব কর্তা ও ফুটবলাররা। এর প্রায় এক দিন পরেই ছিল জর্জ টেলিগ্রাফের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ। জয় পেয়েছে খিদিরপুর ফুটবল ক্লাব।

কলকাতা ফুটবলকে যারা ফলো করেন তারা জানেন যা জর্জ টেলিগ্রাফও বরাবর লড়াই দেওয়ার মতো দল গঠন করে। তাই প্রতিযোগিতা শুরু হওয়ার আগে তাদের মতো প্রতিপক্ষের বিরুদ্ধে জয় পাওয়া সহজ কথা নয়। নির্ধারিত সময়ে উভয় দলের স্কোরলাইন ছিল ১-১। ম্যাচের ফয়সালা করতে করা হয়েছিল টাই ব্রেকার। সেখানে নার্ভ শক্ত রেখেছিলেন খিদিরপুরের ফুটবলাররা। শেষ পর্যন্ত তাদের পক্ষে ম্যাচের ফল হয় ৪-৩। আসন্ন কলকাতা ফুটবল লিগে নজরে থাকবেন প্রিয়ান্ত, বিদেশি অ্যাডাম কুলিবালি, সাদ্দাম হোসাইন মন্ডল, প্রসেনজিৎ চৌধুরী, অধিনায়ক ফারুক হুসেইনরা।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন