CFL 2025 relegation: কলকাতা ফুটবলে চমক, রেলিগেশন ছাড়াই অবনমিত দুই ক্লাব

এবার প্রথম থেকেই যথেষ্ট জমজমাট ছিল প্রিমিয়ার ডিভিশন লিগ (CFL 2025)। কলকাতা ময়দানের দুই প্রধান তথা ইস্টবেঙ্গল এবং মোহনবাগান সুপার জায়ান্ট অন্যান্য সিজনের মতো এবারও…

upcoming matches of the Calcutta Football League

এবার প্রথম থেকেই যথেষ্ট জমজমাট ছিল প্রিমিয়ার ডিভিশন লিগ (CFL 2025)। কলকাতা ময়দানের দুই প্রধান তথা ইস্টবেঙ্গল এবং মোহনবাগান সুপার জায়ান্ট অন্যান্য সিজনের মতো এবারও প্রভাব ফেলার চেষ্টা করলেও খুব একটা পিছিয়ে ছিল না ময়দানের অন্যান্য দল গুলি। যারফলে বেশ কিছু ম্যাচে পয়েন্ট নষ্ট করতে হয়েছিল দুই প্রধানের যুব দলকে। শেষ পর্যন্ত জয়ের সরণিতে ফিরে ইস্টবেঙ্গল সুপার সিক্সের দৌড়ে নিজেদের স্থান করে নিলেও ব্যর্থ হয় মোহনবাগান। ছিটকে যেতে হয় সবুজ-মেরুন ব্রিগেডকে। অপরদিকে, গতবারের তুলনায় এবার যথেষ্ট হতাশাজনক পারফরম্যান্স থাকে তৃতীয় প্রধান মহামেডানের।

যারফলে এবারের রেলিগেশন রাউন্ডে খেলতে হয়েছিল মেহেরাজ্জুদিন ওয়াডুর ছেলেদের। যা কিছুটা হলেও হতাশ করেছিল আপামর সাদা-কালো সমর্থকদের। গত কয়েকদিন আগেই রেলিগেশন রাউন্ডের প্রথম ম্যাচ খেলতে হয়েছিল রেড রোডের এই ফুটবল দলকে। এছাড়াও ইতিমধ্যেই এই রাউন্ডের একটি ম্যাচ খেলে ফেলেছিল রেলওয়ে এফসি। তবে এবার এই টুর্নামেন্টের রেলিগেশন রাউন্ড নিয়ে নয়া বিবৃতি জারি করল বঙ্গীয় ফুটবল ফেডারেশন তথা আইএফএ। সেই অনুযায়ী এবার বাতিল হয়ে গেল এই রাউন্ডের সমস্ত ম্যাচ। হ্যাঁ ঠিকই শুনেছেন।

   

ফেডারেশনের তরফে রেলিগেশন রাউন্ডের আওতায় থাকা দল গুলির কর্মকর্তাদের উদ্দেশে জানানো হয়েছে, ” আপনাদের জানানো যাচ্ছে যে, সাউদার্ন সমিতির পক্ষ থেকে আমরা রিলিগেশন রাউন্ডে তাদের অংশগ্রহণ না করার বিষয়ে একটি আনুষ্ঠানিক বার্তা পেয়েছি। যারফলে নির্ধারিত পদ্ধতি অনুসারে, ২০২৬-২৭ মরসুমের জন্য দুটি ক্লাবকে প্রথম বিভাগে অবনমন করা হচ্ছে। সেই অনুযায়ী আর্মি রেড, সিএফএল-এ তাঁদের অংশগ্রহণ না করার কারণে এবং রেলিগেশন রাউন্ড থেকে প্রত্যাহারের কারণে সাউদার্ন সমিতিকে এই সিদ্ধান্তের সম্মুখীন হতে হচ্ছে।”

Advertisements

মূলত এই সমস্ত বিষয়গুলির পরিপ্রেক্ষিতে, সমস্ত রেলিগেশন রাউন্ডের ম্যাচ বাতিল করার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে বাংলার ফুটবল নিয়ামক সংস্থা। যারফলে সুপার সিক্সের মধ্যে দিয়েই শেষ হতে চলেছে এবারের কলকাতা ফুটবল লিগ।