হাইকোর্টে (Kolkata High Court) বড় স্বস্তি পেলেন বিরোধী দলনেতা তথা বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী (Suvendu Adhikary)। সোমবার
শুভেন্দু অধিকারী নিরাপত্তা সংক্রান্ত মামলার শুনানি ছিল। এই শুনানিতে বিচারপতি রাজা শেখর মান্থার বলেন, শুভেন্দু অধিকারীর বাড়িতে এবং বাড়ির বাইরে যেখানে শুভেন্দু অধিকারী বলবেন সেখানেই পুলিশকে সিসিটিভি লাগাতে হবে।
বিচারপতি আরো বলেন, পুলিশ নিজের ইচ্ছে মতো এই সিসিটিভি লাগাতে পারবে না। সম্প্রতি বিরোধী দলনেতার বাড়ির এলাকা স্পর্শকাতর বলে জানায় হাইকোর্ট। চলতি বছরের জানুয়ারি মাসে বিচারপতি জানান, হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থার (Rajshekhar Mathar) জানান, ‘রাত ৮টার পরে শুভেন্দু অধিকারীর বাড়ির কাছে মাইক বাজানো যাবে না। বিরোধী নেতার পদ ক্যাবিনেট মন্ত্রীর সমান।’
হাইকোর্ট আরো জানায়, রাজ্য সরকারের উচিৎ সেই পদকে মর্যাদা দেওয়া। সিআরপিএফ (CRPF) এবং রাজ্য পুলিশ আলোচনার ভিত্তিতে স্থির হবে সিসিটিভি কোথায় বসবে। রাজ্যের নথি অনুযায়ী শুভেন্দু অধিকারীর বাড়ির এলাকা স্পর্শকাতর বলে চিহ্নিত। তাই এ বিষয়ে রাজ্য তার অবস্থান আদালতে জানাবে। এমনকি যে কোনও রাজনৈতিক সভা বা মিটিং মিছিলের অনুমতি দেওয়া নিয়ে অবস্থা জানাবে।’