কয়লা পাচারকাণ্ডে তৃণমূল বিধায়ক শওকত মোল্লাকে সিবিআই তলব

কয়লাপাচার কাণ্ডে এবার তৃণমূল বিধায়ক শওকত মোল্লাকে তলব করেছে সিবিআই (CBI)। শুক্রবার নিজাম প্যালেসে সিবিআইয়ের সদর দফতরে হাজিরা দিতে বলা হয়েছে বিধায়ককে৷ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ভাবেই এই সিবিআই তলব মনে করছেন শওকত মোল্লা।

স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআইয়ের জেরার মুখোমুখি হতে হয়েছে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীকে। গোরু পাচার এবং ভোট পরবর্তী হিংসার মামলায় অনুব্রত মণ্ডলের জেরা হয়েছে।এবার সিবিআইয়ের জেরার মুখে আরও এক তৃণমূলী বিধায়ক৷

   

সিবিআই সূত্রে খবর, কয়লা পাচারকাণ্ডে যে আর্থিক লেনদেন হয়েছে তার সঙ্গে শওকত মোল্লার সংযোগ কতটা সেটা খতিয়ে দেখা হচ্ছে। বিধায়কের ব্যাঙ্ক স্টেটমেন্ট চাওয়া হয়েছে। বিধায়কের নামে কোনও কোম্পানি থাকলে তার নথি চেয়ে পাঠিয়েছে সিবিআই।

কয়লা পাচার তদন্তে নেমে বিভিন্ন সাক্ষীদের বয়ানের ভিত্তিতে বিধায়ক কে জিজ্ঞাসাবাদ করতে চায় সিবিআই।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন