SSC Scam: পলাতক শিক্ষা প্রতিমন্ত্রী পরেশের বিরুদ্ধে এফআইআর  

সময় পেরিয়ে গেছে। হাই কোর্টের নির্দেশ মতো বৃহস্পতিবার বেলা ৩ টের মধ্যে সিবিআইয়ের নিজাম প্যালেসের দফতরে হাজিরা দেওয়ার কথা ছিল শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর। কিন্তু…

SSC Scam: পলাতক শিক্ষা প্রতিমন্ত্রী পরেশের বিরুদ্ধে এফআইআর  

সময় পেরিয়ে গেছে। হাই কোর্টের নির্দেশ মতো বৃহস্পতিবার বেলা ৩ টের মধ্যে সিবিআইয়ের নিজাম প্যালেসের দফতরে হাজিরা দেওয়ার কথা ছিল শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর। কিন্তু ডেড লাইন পার হওয়ার পরেও এখনও মন্ত্রী পরেশ অধিকারীর দেখা মেলেনি। তাই তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করল সিবিআই। মন্ত্রীর মেয়ে অঙ্কিতা অধিকারীর বিরুদ্ধেও এফআইআর দায়ের করা হয়েছে। (SSC Scam)

 

সিবিআই সূত্রে খবর, তাঁদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৪২০, ১২০ বি এবং প্রিভেনশন করাপশন অ্যাক্টের ৭ নম্বর ধারায় মামলা রুজু করা হয়েছে। নিজাম প্যালেসে দুর্নীতি দমন বিভাগে এফআইআর দায়ের করা হয়েছে। 

 

শিক্ষক নিয়োগ দুর্নীতির মামলায় পরেশ অধিকারীকে মঙ্গলবার সিবিআই হাজিরার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। তিনি কিন্তু সেদিন উপস্থিত হননি। এরপর ওই রাতেই কলকাতার উদ্দেশ্যে রওনা দিলেও এখনও অবধি কলকাতায় তাঁর অবস্থান কোথায় তা জানা যায়নি। আদালতের নির্দেশের পরেও সিবিআইয়ের হাজিরা এড়িয়ে যান রাজ্যের মন্ত্রী। এমনকি এবিষয়ে সিবিআই আধিকারিকদের তিনি কিছু জানাননি। এতে তাঁর বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ এনে ফের আদালতের দ্বারস্থ হয় মামলাকারী আইনজীবী।

Advertisements

 

এরপর বৃহস্পতিবার দুপুর ৩ টের মধ্যে সিবিআই হাজিরার নির্দেশ দেওয়া হয়েছিল। এদিন সময় পার অহ্যে গেলেও দেখা মেলেনি শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারী এবং তাঁর মেয়ে অঙ্কিতা অধিকারীর। তাই দুই জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে সিবিআই। ফলত নতুন করে বিপাকে পড়লেন মন্ত্রী পরেশ।