Cancer: ক্যানসার রহস্যের গোপন অ্যানসার, ওষুধেই হচ্ছে নির্মূল

ক্যানসার (Cancer) কি একেবারে নির্মূল সম্ভব হবে, এই প্রশ্নের জবাবে গবেষকরা বলছেন এমনটা সম্ভব হতে চলেছে। দূরারোগ্য ক্যান্সার রহস্যের চাবিকাঠি এবার হাতের নাগালে। Advertisements সম্প্রতি…

ক্যানসার (Cancer) কি একেবারে নির্মূল সম্ভব হবে, এই প্রশ্নের জবাবে গবেষকরা বলছেন এমনটা সম্ভব হতে চলেছে। দূরারোগ্য ক্যান্সার রহস্যের চাবিকাঠি এবার হাতের নাগালে।

Advertisements

সম্প্রতি একটি ওষুধ পরীক্ষামূলকভাবে প্রয়োগ করা হয় নিউ ইয়র্কের এক ক্যানসার গবেষণা কেন্দ্র। এখানকার ১৮ জন রোগীর দেহে এই ওষুধের চমৎকার ফল মিলেছে। তারা ক্যানসার মুক্ত হয়েছেন বলে দাবি করা হয় গবেষকদের তরফে।

   

ডোস্টারলিমাব নামে ওই ওষুধ ছ’মাস ধরে খেয়েছেন । রোগীরা।প্রতি মাসে তিন সপ্তাহ টানা ওষুধ খাওয়ানো হয় তাদের। পরীক্ষায় দেখা গেছে সকলের শরীর থেকে ক্যানসারের টিউমার উধাও। প্রত্যেকে রেকটাম ক্যানসারে ভূগছিলেন। নিউ ইয়র্কের মেমোরিয়াল স্লোয়ান কেটারিং ক্যানসার গবেষণাগারে হয়েছে এই পরীক্ষা।

ক্যানসার গবেষকরা বলছেন, প্রথম এই সাফল্য এল। এটি ক্যানসার নিরাময় ক্ষেত্রে মাইলফলক।ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়ার কোলোরেক্টাল ক্যানসার গবেষক অ্যালান পি ভেনুক জানান, ক্যানসার একেবারে নির্মূল এই ঘটনা একেবারেই বিরল।