Business news: গত কয়েক সপ্তাহে গমের (wheat) পাশাপাশি বেড়েছে আটার দামও। এই কারণে খাদ্য সামগ্রীর দাম বেড়েছে। একই সঙ্গে আটার দাম বাড়ায় গরীবদের থালা থেকে রুটি উধাও হয়ে গেছে। এক বছর আগেও যে আটা কেজি ২৮ থেকে ৩২ টাকায় বিক্রি হতো, এখন তার দাম বেড়ে ৪০ টাকা হয়েছে। তবে গম ও আটার দাম কমাতে খোলা বাজারে গম বিক্রি করছে কেন্দ্রীয় সরকার। একই সঙ্গে বিশেষজ্ঞরা বলছেন, আগামী দিনে গমের দাম কমতে পারে।
Advertisements
Advertisements