নিজের পায়ে কে না দাঁড়াতে চায়। বিশেষ করে চাকরির বাজারে যখন মন্দা। কিন্তু পকেটে টাকাও যে বেশি নেই। তাহলে উপায় (Business Idea)?
আপনার জন্য রয়েছে সুখবর। মাত্র ১০ হাজার টাকার বিনিময়ে শুরু করতে পারেন নিজের ব্যবসা। মাসে মাসে হতে আসবে মোটা টাকা।
চক তৈরির ব্যবসা
পকেটে দশ হাজার টাকা থাকলেই এই ব্যবসা শুরু করা সম্ভব। স্কুল, কলেজে এখনও চকের চাহিদা রয়েছে। বাজারেও রয়েছে ডিমান্ড। সাদা চকের সঙ্গে রঙিন চকও বানানো সম্ভব। জিমসাপ নামের এক ধরণের পাথর দিয়ে তৈরি পাউডার চক তৈরির প্রধান উপকরণ।
টিপ তৈরির ব্যবসা
টিপের চাহিদা বরাবরের। বেশিরভাগ ঘরেই টিপ কেনার চল রয়েছে এখনও। বিদেশে চালান দেওয়া হয় টিপ। ব্যবসা শুরু করতে দরকার মাত্র ১২ হাজার টাকা।
খাম তৈরির ব্যবসা
কম ইনভেস্টমেন্ট করেই খাম তৈরির ব্যবসা শুরু করা সম্ভব। বাড়ি বসে এই ব্যবসা শুরু করতে চাইলে ১০ হাজার টাকা যথেস্ট। আর্থিক অবস্থা আরও একটু ভালো হলে ৩০ হাজার টাকাও বিনিয়োগ করা যেতে পারে। আর মেশিন কিনতে চাইলে খরচে বেশি হবে। প্রায় ২ থেকে ৫ লক্ষ টাকা।
মোমবাতি তৈরির ব্যবসা
আউট অব ফ্যাশন হয়েও যেন আউট অব হয়নি মোমবাতি। ইলেকট্রিসিটির যুগে এখন সৌখিন সামগ্রী। বিশেষ অনুষ্ঠানে মোমবাতির জুড়ি মেলা ভার। ১০-২০ হাজার টাকায় শুরু করতে পারেন ব্যবসা।