Bangladesh: বিএসএফের ছিনতাই হওয়া আগ্নেয়াস্ত্র উদ্ধার বাংলাদেশে

 ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের ছিনতাই হওয়া আগ্নেয়াস্ত্র  উদ্ধার করা হয়েছে বাংলাদেশে। মঙ্গলবার সকাল ভারত সীমান্তবর্তী বাংলাদেশের সাতক্ষীরার আলীপুর ইউনিয়নের ঢালীপাড়া থেকে ওই আগ্নেয়াস্ত্র সহ রানা…

 ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের ছিনতাই হওয়া আগ্নেয়াস্ত্র  উদ্ধার করা হয়েছে বাংলাদেশে। মঙ্গলবার সকাল ভারত সীমান্তবর্তী বাংলাদেশের সাতক্ষীরার আলীপুর ইউনিয়নের ঢালীপাড়া থেকে ওই আগ্নেয়াস্ত্র সহ রানা নামে এক তরুণকে আটক করে স্থানীয়রা। পরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-কে বন্দি করে।

বিজিবি জানিয়েছে, আটক রানা একজন দিনমজুর। রানা জানিয়েছে, বিএসএফের থেকে ছিনতাই করা অস্ত্রটি শহরের সাতক্ষীরার লেকভিউ এলাকায় একটি মাছের ভেড়িতে পৌঁছে দেওয়ার কথা ছিল। অস্ত্রটি সেখানে পৌঁছে দেওয়ার বিনিময়ে আমাকে এক হাজার টাকা দেয়। সেটি বিএসএফের কাছ থেকে ছিনতাই করা তা আমি জানতাম না।

গত ১০ মে সীমান্তের কাছে পাহারারত বিএসএফ রক্ষীরা হাত থেকে আগ্নেয়াস্ত্রটি ছিনতাই হয়। সেটি উদ্ধারের জন্য বিএসএফ ভারতের দিকে সীমান্ত এলাকায় ব্যাপক তল্লাশি চালায়। তদন্তে জানা গেছিল বাংলাদেশ থেকে একদল হামলা করে। তারা আগ্নেয়াস্ত্র ছিনতাই করেছিল।