৯০০০ কোটি টাকার প্রতারণা করে গ্রেফতার মহিলা

হল না শেষ রক্ষা, কুকুরের সঙ্গে হাঁটতে গিয়ে স্পেনের পুলিশের হাতে ধরা পড়লেন ব্রিটেনের ‘মোস্ট ওয়ান্টেড মহিলা’। জানা গিয়েছে, দ্রুতই তাকে স্পেন থেকে ব্রিটেনে প্রত্যাবর্তন করা হবে।

Advertisements

আর্থিক তছরূপের মামলায় ওই মহিলার নাম জড়িয়ে রয়েছে। বিগত বেশ কয়েক বছর ধরেই ব্রিটেন থেকে পালিয়ে স্পেনে গা ঢাকা দিয়ে ছিলেন
সারা পানিৎজকে। স্পেনের একটি ছোট শহর সান্তা বারবারায় একটি কুকুরকে হেঁটে নিয়ে যাওয়ার সময় স্প্যানিশ সিভিল গার্ডের হাতে ধরা পড়েন তিনি।

   

গত সাত বছর ধরে তিনি এই জায়গায় বসবাস করছিলেন। সে স্থানীয় এক ব্যক্তিকে বিয়েও অবধি করেছিল। যদিও চিকিৎসকরা বলছেন, লিভারের গুরুতর সমস্যার কারণে ওই ব্যক্তির কাছে আর বেশিদিন সময় নেই।

Advertisements

জানা যায়, সারাহ ২০২১ সালের আগস্টে ইংল্যান্ডে ৯,০০০ কোটি টাকারও বেশি অর্থ পাচারের জন্য দোষী সাব্যস্ত হন, যার পরে তাকে ৮ বছরের কারাদন্ডে দন্ডিত করা হয়।