“জেলেনস্কির মানসিকতা দেখে আমি মুগ্ধ”, জানালেন ব্রিটিশ প্রধানমন্ত্রী জনসন

Boris Johnson

ভলোদিমির জেলেনস্কির মানসিকতা দেখে তিনি অবাক, এমনটাই জানালেন ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন। জনসন বলেছেন, ইউক্রেনের উপর রাশিয়া যেভাবে হামলা চালাচ্ছে তাতে জেলেনস্কি ও তাঁর পরিবারের প্রাণ সংশয় রয়েছে। সে কারণে তিনি জেলেনস্কিকে প্রস্তাব দিয়েছিলেন সপরিবার ব্রিটেনে আশ্রয় নেওয়ার। কিন্তু জেলেনস্কি তাঁর সেই প্রস্তাব বিনয়ের সঙ্গে প্রত্যাখ্যান করেছেন। 

জেলেনস্কি কী কারণে সপরিবার ব্রিটেনের চলে আসার প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন সেটাও জানিয়েছেন জনসন। ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেছেন, তাঁর প্রস্তাবের প্রেক্ষিতে জেলেনস্কি জানিয়েছেন, এই মুহূর্তে ইউক্রেনের মানুষ চরম দুর্দিনের মধ্যে রয়েছে। দুর্দিনে তিনি দেশবাসীকে ছেড়ে কখনওই নিজের জীবনকে সুরক্ষিত করতে পারবেন না। ইউক্রেনবাসীর প্রতি তাঁর দায়িত্ব ও কর্তব্য আছে। সেই দায়িত্ব তিনি এড়িয়ে যেতে পারেন না। তাঁর জীবনের থেকেও দেশবাসীকে রক্ষা করা অনেক বেশি গুরুত্বপূর্ণ।

   

জনসন বলেন, “আমার এই প্রস্তাবের প্রেক্ষিতে জেলেনস্কি যে মনোভাব দেখিয়েছেন তার জন্য আমি তাঁকে শ্রদ্ধা করি।” জনসন আরও বলেছেন, জেলেনস্কির সঙ্গে তাঁর নিয়মিত যোগাযোগ রয়েছে। প্রায় প্রতিদিনই ইউক্রেনের পরিস্থিতি নিয়ে তাঁর সঙ্গে জেলেনস্কির কথা হয়। জেলেনস্কিকে তিনি যত দেখছেন ততই মুগ্ধ হয়ে যাচ্ছেন। জেলেনস্কি সত্যই একজন প্রকৃত দেশপ্রেমিক। একজন ভদ্রলোক।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন