শুভেন্দুর জেলাতেই বিজেপিতে বিরাট ভাঙন হবে, বার্তা মন্ত্রী অখিল গিরির

হায়দরাবাদে বিজেপির (BJP) জাতীয় কর্ম সমিতির বৈঠক থেকে অমিত শাহ পশ্চিমবঙ্গ দখলের বার্তা দিয়েছেন। সম্মেলন চলার মাঝে দু:সংবাদ চলে এলো রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর…

Suvendu Adhikari Akhil Giri

হায়দরাবাদে বিজেপির (BJP) জাতীয় কর্ম সমিতির বৈঠক থেকে অমিত শাহ পশ্চিমবঙ্গ দখলের বার্তা দিয়েছেন। সম্মেলন চলার মাঝে দু:সংবাদ চলে এলো রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) কাছে। তাঁর জেলা পূর্ব মেদিনীপুরে বিজেপিকে শূন্য করার পরিকল্পনায় মত্ত মন্ত্রী অখিল গিরি। পুরনির্বাচনে অধিকারী পারিবারিক রাজনীতি খেয়েছে ধাক্কা। তার বদলে এ জেলায় উঠে এসেছে গিরি ক্ষমতা। অধিকারী বনাম গিরি লড়াইয়ে আপাতত শুভেন্দু কোণঠাসা।

বিধানসভা নির্বাচনের পর ক্রমানুসারে প্রতিটি জেলা থেকেই বিজেপির অবক্ষয় শুরু হয়েছে। সংগঠন আলগা হতেই একের পর নির্বাচনে মুখ থুবড়ে পড়েছে বিরোধী দল। কলকাতা ২৪x৭ কে রামনগরের টিএমসি বিধায়ক ও মন্ত্রী অখিল গিরি বলেন, পূর্ব মেদিনীপুরের বহু মানুষ বিধানসভা নির্বাচনের পরে আমাদের সঙ্গে চলে এসেছে৷ বিধানসভায় কিছু মানুষ চলে গিয়েছিল এই কারণেই যে ওরা প্রচুর পরিমাণে অপপ্রচার করেছিল এবং টাকা খরচ করেছিল৷ এই যে বিমানে করে এসে সরকারের বিরুদ্ধে অপপ্রচার করা, অনেকেই ভেবেছিল বোধ হয় বিজেপি সরকারে চলে আসবে৷ অনেকেই সেই লোভে চলে গিয়েছিল৷ কিন্তু নির্বাচনের পর দেখল মানুষ তৃণমূলের পক্ষেই৷ তখন অনেক মানুষ ফিরে আসছেন৷

অখিল গিরি বলেন,আমাদের দলে সিদ্ধান্ত হয়েছে, যারা গুরুত্বপূর্ণ নেতা, তারা আসতে চাইলে রাজ্য নেতৃত্ব সিদ্ধান্ত নেবে। নেওয়া হবে কী নেওয়া হবে না, তার বিষয়টি বিবেচনা করবে রাজ্য নেতৃত্ব৷ কোনও সাধারণ কর্মী আসতে চাইলে আমরা জেলায় তাঁদেরকে নিতে পারি। ইতিমধ্যেই বহু কর্মী যোগদান করেছেন। তাঁদের বিষয়টি সহানুভূতির সঙ্গে দেখা হচ্ছে৷

দলনেত্রীর কাছ থেকে বার্তা মিলেছে? মৎস্য মন্ত্রী বলেন, গোটা বিষয়টি অভিষেক বন্দ্যোপাধ্যায় তাঁর অফিস থেকে দেখছেন। অভিষেক নিশ্চিতভাবে হাইকম্যান্ডের কাছ থেকে নির্দেশ নিয়েই কাজ করবেন৷ আমাদের কাছে যেটা পাঠানো হবে সেই অনুযায়ী কাজ করব৷ আসন্ন ২১ জুলাইয়ের প্রস্তুতির দিকেই নজর দিতে চান মন্ত্রী অখিল গিরি। পূর্ব মেদিনীপুর জেলাজুড়ে প্রস্তুতির ভার এখন তাঁর কাঁধে।

Advertisements

এই জেলায় প্রতিপক্ষ শুভেন্দু অধিকারীকে পুরভোটে বিরাট ধাক্কা দিয়েছেন অখিল গিরি। তিনি বলেন, পঞ্চায়েত নির্বাচনের কথা মাথায় রেখে এখন থেকেই প্রস্তুতি শুরু করেছে তৃণমূল৷ সংগঠনকে মজবুত করার বিষয়ে আরও জোর দেওয়া হচ্ছে৷

শুভেন্দু অধিকারীর কনভয়ের দুর্ঘটনার পিছনে ষড়যন্ত্রের অভিযোগ তুলছিল বিজেপি৷ এবিষয়ে অখিল গিরি বলেন, বিজেপি প্রথম দিন থেকেই তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ করে। ওর কনভয়কে গাড়ি ধাক্কা মারেনি। ওর কনভয়ের গাড়ি অন্য গাড়িকে ধাক্কা মেরেছে৷ দুটি ব্যারিকেড থাকায় জায়গাটা ছোট হয়ে গিয়েছিল। আরও একটি গাড়ি ঢুকে যেতেই ওর গাড়িটি অন্য গাড়িকে ধাক্কা মারে৷ এটা কোনও চক্রান্ত বা ষড়যন্ত্র নয়৷ ও নিজে নিজে ভয় পাচ্ছে। আসলে রাজনৈতিকভাবে হতাশাগ্রস্ত সেজন্য এসব কথা বলছে৷