আজ নাড্ডা সাক্ষাতে সুকান্ত, বাড়ছে জল্পনা

কিছুদিন আগেই বঙ্গ সফরে এসে রাজনৈতিক পালস বোঝার চেষ্টা করেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। সেবার সংগঠন নিয়ে রাজ্য নেতৃত্বকে বিশেষ টোটকা দিয়েছেন তিনি৷ মাস ঘুরতে না ঘুরতেই নাড্ডা সাক্ষাতে রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার এবং বিজেপির সাংগঠনিক সাধারণ সম্পাদক অমিতাভ চক্রবর্তী। সূত্রের খবর, বৈঠকে উপস্থিত থাকার কথা জগন্নাথ সরকারেরও।

গত কয়েকদিন ধরে পয়গম্বর মহম্মদকে নিয়ে নুপুর শর্মার বিতর্কিত মন্তব্য ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে হাওড়া, মুর্শিদাবাদ এবং নদিয়া৷ কার্যত রণক্ষেত্র আকার নেয় হাওড়ার অঙ্কুরহাটি, পাঁচলা, উলুবেড়িয়া। বিজেপির পার্টি অফিসে ভাঙচুর চালানো হয়। হাওড়া যেতে বাধা দেওয়া হয় বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। এমনকি সুকান্ত মজুমদারকে গ্রেফতার করা হয়৷

   

এরই সঙ্গে মুর্শিদাবাদ এবং নদিয়াও উত্তপ্ত হয়ে ওঠে। একাধিক জায়গায় জারি করা হয় ১৪৪ ধারা। দীর্ঘ সময়ের জন্য বন্ধ রাখা হয় ইন্টারনেট পরিষেবা। এই ইস্যুতে গত তিন দিন ধরে সরব হয়েছে বিজেপি। মেয়ো রোডে গান্ধী মূর্তির পাদদেশে ধর্না দেন সুকান্ত সহ বিজেপি নেতারা। এরপরেই নাড্ডার তলব ঘিরে রাজনৈতিক মহলে জল্পনা বাড়তে শুরু করেছে।

সূত্রের খবর, আগামী দিনে সরকারের বিরুদ্ধে কী করণীয় তা এদিনের বৈঠকে ঠিক করে দেবেন জেপি নাড্ডা। সেইসঙ্গে একাধিক ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে কীভাবে কোণঠাসা করা যায় সেই পন্থাও বলে দেবেন তিনি।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন