আরও কেষ্ট বিষ্টুকে জালে তুলবে CBI, বীরভূম থেকে বিস্ফোরক দাবি দুধকুমারের

বীরভূমে দুই মণ্ডলের সম্পর্ক আদায় কাঁচকলায়৷ দলের পক্ষ থেকে যে কোনও মন্তব্য করতে এড়িয়ে গেলেও রাজনৈতিক প্রতিপক্ষ অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে হুঙ্কার দিতে পিছপা হলেন না…

আরও কেষ্ট বিষ্টুকে জালে তুলবে CBI, বীরভূম থেকে বিস্ফোরক দাবি দুধকুমারের

বীরভূমে দুই মণ্ডলের সম্পর্ক আদায় কাঁচকলায়৷ দলের পক্ষ থেকে যে কোনও মন্তব্য করতে এড়িয়ে গেলেও রাজনৈতিক প্রতিপক্ষ অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে হুঙ্কার দিতে পিছপা হলেন না রাজ্য বিজেপির বিদ্রোহী নেতা দুধকুমার মণ্ডল৷ CBI অনুব্রতর বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেবে। কলকাতা ২৪x৭ কে দেওয়া একান্ত সাক্ষাতকারে এমনটাই জানালেন তিনি৷

Advertisements

তাঁর কথায়, “সিবিআই নিজের কাজ করছে। তারা অনেকবার ডেকেছে কেষ্ট সেগুলো এড়িয়ে গেছে। সেই কারণে তার বিরুদ্ধে যথাযথ প্রমাণ আছে বলেই তার বাড়ি থেকে নিয়ে চলে গেছে৷ এটা তো অনেক আগে নিয়ে যাওয়া উচিত ছিক৷ শুধু মানুষের ধৈর্য কম৷ আমি তো আগেই বলেছিলাম৷ এ ঘটনা ঘটবেই একদিন৷ অনুব্রত মণ্ডল ধরা পড়বেই৷ শুধু বীরভূম নয়, সারা পশ্চিমবঙ্গের মানুষ সিবিআইয়ের প্রতি ভরসা পেল৷ সে যা হওয়ার হবে৷ কিন্তু এটা উপযুক্ত কাজ হয়েছে৷ আরও অনেক কেষ্ট বিষ্টুরা রয়েছে। যাদেরকে এই জালের মধ্যে তুলবে৷

   

Dudhkumar Mandal

Advertisements

এরপরেই সরাসরি শাসক দলের বিরুদ্ধে তোপ দেগে দুধকুমার বলেন, “যে দলটা পশ্চিমবাংলায় রয়েছে, তারা শিক্ষার ক্ষেত্রে নৈরাজ্য এনেছে। কারণ, পুলিশ প্রশাসনের অনেক কেষ্ট বিষ্টুরা বসে রয়েছে। এমন কোন ক্ষেত্র নেই, যেখানে এরা নেই। চরম নীচু থেকে, চরম উঁচু অবধি দুর্নীতিতে ছেয়ে গেছে। উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে বলে আমি আশাবাদী৷ সিবিআই যা করেছে ন্যায়সংগত।

উল্লেখ্য, বৃহস্পতিবার গোরু পাচার মামলায় বীরভূম তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করেছে সিবিআই৷ এই মুহুর্তে তাঁকে কাঁকসার হোটেলে নিয়ে যাওয়া হয়েছে। কীভাবে গোরু পাচার হত? কারা এর সঙ্গে জড়িত? সবটা জানতে চায় সিবিআই আধিকারিকরা। সিবিআই সূত্রে খবর, খুব শীঘ্রই অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করে হেফাজতে নেওয়া হতে পারে৷