Arjun Singh: তৃণমূল সরকারের বিরুদ্ধে মিথ্যে বলছে কেন্দ্র, অর্জুন সিংয়ের ‘বিজেপি ত্যাগ’ নিয়ে চর্চা

Arjun Singh

কখন কোন দলের হয়ে কথা বলছেন অর্জুন সিং (Arjun Singh), তা বোঝা দায় হয়ে দাঁড়িয়েছে। ব্যারাকপুরের বিজেপি সাংসদ আরও সুর চড়ালের কেন্দ্র সরকারের পাট নীতি নিয়ে। মনে করা হচ্ছে দ্রুত তিনি পুরনো দল তৃণমূল কংগ্রেসে ফিরতে পারেন।

Advertisements

অর্জুন সিং-এর এমন ভোল বদলে বেশ কিছুটা চিন্তিত হয়ে পড়েছে বিরোধীদল বিজেপি। তাৎপর্যপূর্ণ,অর্জুন সিংয়ের তরফে কেন্দ্রের সমালচোনা এলেও রাজ্য বিজেপি নেতারা এ বিষয়ে নীরব।

কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়িয়ে রাজ্য সরকারের প্রশংসা করছেন বিজেপি সাংসদ অর্জুন সিং। কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গয়ালের পর এবার জুট কমিশনার মলয় চক্রবর্তীকে নিশানা করলেন অর্জুন সিং।

অর্জুন সিং অভিযোগ করেছেন, রাজ্য সরকারের বিরুদ্ধে অসত্য কথা বলা হচ্ছে। পাট শিল্পকে ধ্বংস করার চক্রান্ত চলছে বলেও অভিযোগ করেছেন অর্জুন সিং। আর তার এই ধরনের উক্তি থেকেই দলবদল এর জল্পনা আরও বেড়ে চলেছে।

Advertisements

বিজেপি সাংসদ অর্জুন সিং দাবি করেছেন, জুট কমিশনের দুটি বৈঠক হয় গত বছর ২৬ নভেম্বর ও ৬ ডিসেম্বর। জুট কমিশনার দাবি করেন, সেই বৈঠকে রাজ্য সরকার মেনে নিয়েছিল যে কুইন্টাল প্রতি পাটের দাম সাড়ে ছয় হাজার টাকা করা হবে। জুট কমিশনার ঠিক কথা বলছেন না।

মন্ত্রী পীযূষ গয়ালের বিরুদ্ধেও ক্ষোভ উগরে দিয়েছিলেন বিজেপি নেতা। তিনি জানিয়েছিলেন, কাঁচা পাটের উর্ধ্বসীমা বেঁধে দেওয়ার সিদ্ধান্ত না বদলালে আন্দোলনে নামতে হবে।
অর্জুন সিং জানিয়েছেন, জুট কর্পোরেশন এর কর্তা মলয় চক্রবর্তী মহাশয় মিনিটসগুলোকে কেন বের করছেন না! এগুলো কারোর ব্যক্তিগত সম্পত্তি নয়। মলয় চক্রবর্তী প্লাস্টিক লবি ঢোকানোর চেষ্টা করছে জুট কর্পোরেশনে। পাট শিল্পকে ধ্বংস করার চেষ্টা করা হচ্ছে ধারাবাহিক আন্দোলন হবে।