শ্রীলঙ্কার মতো তাড়া করে করে মারবে টিএমসি নেতা ও মন্ত্রীদের: দিলীপ ঘোষ

গোরু পাচারকাণ্ডে সিবিআই জালে বীরভূম জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অনুব্রত মণ্ডল। তাঁর গ্রেফতারির পর বীরভূম থেকে দলীয় নেতার হুমকি মেরে মাজা ভেঙে দেব। এ নিয়ে…

Dilip Ghosh

গোরু পাচারকাণ্ডে সিবিআই জালে বীরভূম জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অনুব্রত মণ্ডল। তাঁর গ্রেফতারির পর বীরভূম থেকে দলীয় নেতার হুমকি মেরে মাজা ভেঙে দেব। এ নিয়ে মুখ খুললেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেন কে কার মাজা ভাঙে দেখা যাবে।

উল্লেখ্য, বীরভূম জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক ত্রিদিব ভট্টাচার্য একটি সম্মেলন থেকে বলেন, অনুব্রত মণ্ডলদের গ্রেফতার করবেন, তৃণমূল কংগ্রেস কর্মীরা তত বেশি রাস্তায় নামবে। তৃণমূল কর্মীরা মরে যায়নি। যদি কোনও বিরোধী দলের কেউ অশালীন মন্তব্য করেন, অশালীন স্লোগান দেন তৃণমূল কর্মীরা পিটিয়ে মাজা ভেঙে দেবে। তাঁর সেই বক্তব্য ঘিরে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে।

   

দিলীপ ঘোষের কটাক্ষ, তৃণমূল পার্টিরই মাজা ভেঙে যাচ্ছে, মানুষের করবে কী। মানুষকে অত্যাচার করেছিল বলে, মানুষ আজ রাস্তায় দাঁড়িয়ে গরু চোর গরু চোর বলছে। দিলীপ ঘোষ বলেন, দিদি এখন মৌন হয়েছেন। আর ভাইপোও এখন মৌন হয়েছেন। একুশে জুলাই যে বড় বড় কথাগুলো বলেছিলেন সেগুলোই এখন মানুষ ফিরিয়ে দিচ্ছেন। তিনি যাঁদের উপর ভরসা করে কথাগুলো বলেছিলেন, তাঁরা ডুবিয়ে দিচ্ছে।

দিলীপ ঘোষ বলেন, পার্টিটাই উঠে যাবে কামাই হবে কী করে। সিন্ডিকেট চলবে কীভাবে। বাংলার মানুষ অন্য মুডে আছে ওরা যদি রাস্তায় বের হয় পাবলিকও রাস্তায় বেরোবে। শ্রীলঙ্কার মতো অবস্থা হয়ে যাবে তাড়া করে করে মারবে টিএমসি নেতা ও মন্ত্রীদের।
পার্থ ও অনুব্রয়তর গ্রেফতারি প্রসঙ্গে তিনি বলেন, সবেমাত্র দুটি উইকেট পড়ল। এরও অনেক বেশি পড়বে বলে আমার ধারণা। তাঁর কথায়, এমন দিন আসবে মমতা বন্দ্যোপাধ্যায়কে বৈঠক করতে গেলে জেলে গিয়ে বৈঠক করতে হবে।