দিল্লি থেকে ধমক খেয়ে দিলীপ এবার সিবিআই সেটিং দাবি ভুললেন

বিজেপি সাংসদ দিলীপ ঘোষ (Dilip Ghosh)-এর সিবিআইয়ের ‘সেটিং’ মন্তব্য নিয়ে রাজ্যজুড়ে শোরগোল পড়ে গিয়েছিল। এমনকি নিজের বেফাঁস মন্তব্যের জেরে কেন্দ্রীয় ‘ধমক’ অবধি খেতে হয়েছে বিজেপির সর্বভারতীয় সহ সভাপতিকে। এরই মাঝে সুর নরম করলেন দিলীপ।

Advertisements

বিজেপি সাংসদ দিলীপ ঘোষ বলেন, ‘সিবিআই একমাত্র ভরসা, এছাড়া উপায় কী আছে? ভরসা যখন তেকে না তখনই প্রশ্ন ওঠে? হাইকোর্টও সিবিআইয়ের ওপর আস্থা রেখেছে, এছাড়া তো দ্বিতীয় রাস্তা নেই। আমার মনে হয় যে দুর্নীতির জন্য চিনতি ছিলাম তার তো কিছু সমাধান হবে।’

সম্প্রতি ‘বাংলায় সেটিং করতে এসেছে সিবিআই।’ রবিবার এক কেন্দ্রীয় অনুষ্ঠানে বিজেপি সাংসদ দিলীপ ঘোষের করা এই মন্তব্যকে ঘিরে শোরগোল পড়ে গিয়েছিল। দিলীপ ঘোষ বরাবরই নিজের ঠোঁটকাটা মন্তব্যের জন্য শিরোনামে থাকেন।

Advertisements

সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, সিবিআই কার, তাতে আমার কিছু যায় আসে না। বিজেপির ৬০ জন কর্মীকে হত্যা করা হয়েছে। কতজনকে সাজা দিয়েছে সিবিআই? দেশের অন্যতম বিশ্বস্ত সংস্থা সিবিআই। আমরাও তাদের বিশ্বাস করেছিলাম। কিন্তু ন্যায় মেলেনি। এখন আবার ইডির ওপর আস্থা রেখে দিলীপ ঘোষের মন্তব্য, সবথেকে বিশ্বস্ত এজেন্সি হিসেবে ইডি নিজেদের প্রমাণ করেছে।