Arjun Singh: রাজ্যে বিজেপি সংগঠনের অবস্থা ঠিক নেই এটা বুঝতে পারছি: অর্জুন সিং

বিজেপি সাংসদ অর্জুন সিংয়ের নিশানায় দলের সাংগঠনিক নেতারা। তিনি ফের রাজ্য বিজেপির দূর্বলতা প্রকাশ করলেন। যদিও অর্জুন সিংয়ের দলত্যাগ ও ফের তৃণমূল কংগ্রেসে যোগদানের বিষয়টি…

বিজেপি সাংসদ অর্জুন সিংয়ের নিশানায় দলের সাংগঠনিক নেতারা। তিনি ফের রাজ্য বিজেপির দূর্বলতা প্রকাশ করলেন। যদিও অর্জুন সিংয়ের দলত্যাগ ও ফের তৃণমূল কংগ্রেসে যোগদানের বিষয়টি জমাট হতে চলেছে। উত্তর ২৪ পরগনার ব্যারাকপুর শিল্পাঞ্চলে গুঞ্জন অর্জুন সিং ফের দলবদল করবেন।

ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং দিল্লি যাবার আগে বলেছিলেন রাজ্য বিজেপি ফেসবুক আর হোয়াটসঅ্যাপে রাজনীতি করতে চায় গ্রাউন্ড লেভেল এর রাজনীতি করা উচিত ছিল।

এবং প্রসঙ্গে তিনি এবার জানান, আমি বিষয়টা দিল্লি কে জানিয়েছি দিল্লির নিজের লেভেলে দেখছে বিষয়টা। অনেকের মুখেই এই কথাটা ছিল কিন্তু কেউ বলছিল না আমি বললাম। সংগঠনের অবস্থা ঠিক নেই এটা আমরা সবাই বুঝতে পারছি বিজেপিকে দাঁড়াতে হয় তবে সংগঠনকে ঠিক করতে হবে। যারা সংগঠন করতে পারবে তাদের দায়িত্ব দিতে হবে। তাদেরকে অধিকার দিতে হবে। তিনি আগেই বলেছেন, পেনের কালি ভরে দিতে হবে শুধু পেন দিলেই হবে না।

অন্যদিকে পাটের শিল্প নিয়ে যে দাবি অর্জুন সিং করেছিলেন তার মধ্যে একটা হাই প্রাইস ক্যাপ সেটা সরিয়েছে কেন্দ্র। অর্জুন সিং বলেন, আমি ঠিকই বলেছিলাম পাটের উর্ধ্বসীমা তুলে দিতে হবে সেটা জুট কমিশনার মেনে নিয়েছেন। দ্বিতীয়টা হল টেরিফ কমিশন। এই ইস্যুটা যত তাড়াতাড়ি সমস্যা মিটে যাবে ততো যে কারখানাগুলো বন্ধ আছে সেটা খোলার মধ্যে অনেকটা সুবিধা পাওয়া যাবে। এটাই ছিল মূল উদ্দেশ্য। এর জন্য কমিটি বানানো হয়েছে সেই কমিটি কাজ করছে সামান্য হলেও সার্থক হয়েছে পুরো সাকসেস তখনই হবে যখন টারিফ কমিশন লাগু হবে।

তিনি বলেন, যে সব মিল বন্ধ হয়ে আছে সেগুলোর প্রভিডেন্ট ফান্ড গ্রাচুইটি টাকা পাওয়া যাবে। আমলাদের কথা শুনে এরকম সিদ্ধান্ত নেওয়া ঠিক হয়নি। আমলাদের ওপর পলিটিক্যাল ডিসিশনটা ছেড়ে দেওয়া হয় এটা ঠিক নয়। যতক্ষণ কমিশনের রিপোর্ট না পাচ্ছি ততক্ষণ আন্দোলন জারি থাকবে।