২০১৯ সালে বিজেপিতে অর্জুন সিংয়ের (Arjun Singh) যোগদানের সময় পাশে ছিলেন মুকুল রায়। সেবার লোকসভায় প্রার্থী হয়ে জয়লাভ করলেন অর্জুন৷ অর্জুনের লোকসভার মেয়াদ শেষ হওয়ার আগেই তৃণমূলে ঘর ওয়াপসি অর্জুনের। শিল্পাঞ্চলের ডাকাবুকো এবং জনপ্রিয় নেতার ঘরে ফেরার কথা শুনতেই অঙ্ক মিলিয়ে দেখছে রাজনৈতিক মহল।
সূত্রের খবর, যেভাবে মুকুল রায় তৃণমূলে যোগদানের পর সব্যসাচী দত্ত, রাজীব বন্দ্যোপাধ্যায় সহ একাধিক নেতারা তৃণমূলে ততটা সহজে অর্জুন সিংকে ফেরানো সহজ হয়নি। শোনা যাচ্ছে, তৃণমূল এবং অর্জুনের সঙ্গে সেতুবন্ধন করেছেন সেই মুকুল রায়! যেটা ২০১৯ সালে অর্জুনের বিজেপিতে যোগদানের সময় তিনি করেছিলেন।
সূত্রের খবর, তৃণমূল ভবনে মুকুল রায়ের উপস্থিতি নিয়ে এখনও অবধি টানাপোড়েন জারি রয়েছে। এখনও মুকুল রায়ের বিধায়ক পদ খারিজের দাবীতে নাছোড়বান্দা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাই রাজনীতি থেকে একেবারে অন্তরালে নিজেকে সরিয়ে রেখেছেন তিনি। কিন্তু তাঁর কার্যকলাপের আন্দাজ এখনও করতে পারছে রাজনৈতিক মহল৷
তবে কী পাটশিল্পের দুরাবস্থা নিয়ে অর্জুনের সরব হওয়া তৃণমূল যোগের পরোক্ষ কারণ? শোনা যাচ্ছে, দীনেশ ত্রিবেদী বিজেপিতে যোগদানের পর এবার ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে প্রার্থী হতে পারেন অর্জুন। অন্তত এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সেই ইঙ্গিত দিয়েছেন বিজেপি নেতা৷ এছাড়াও শিল্পাঞ্চলের হিংসাত্মক রাজনীতির অবসান ঘটাতে উত্তর ২৪ পরগণার নেতাদের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।