Arjun Singh: বিজেপি ত্যাগ জল্পনা বাড়িয়ে অর্জুন লিখলেন ‘নিষ্কলঙ্ক হওয়ার চেষ্টা করি’

Arjun Singh is joining BJP

পাট শিল্পের দুর্দশার কথা উল্লেখ করে মোদী সরকারের বিরুদ্ধে সরব হয়েছেন বিজেপি সাংসদ অর্জুন সিং। তাঁর কার্যকলাপ ফের দলত্যাগ মোড় নিতে পারে এমন দিকে ওপর নজর রাজনৈতিক মহলের। শুক্রবার অর্জুনের (Arjun Singh) একটি ফেসবুক পোস্ট ঘিরে জল্পনা শুরু হয়েছে। সেখানে অর্জুন লেখেন, সব দৃষ্টিতে নিষ্পাপ থাকা সম্ভব নয়…। আসুন নিজের চোখে, নিষ্কলঙ্ক হওয়ার চেষ্টা করি।

গত কয়েক ধরেই কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে কার্যত তোপ দেগে চলেছেন ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং। তাঁর নিশানায় ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী পীযুষ গোয়েল। পাটশিল্পের দুর্দশার কথা তুলে তৃণমূল কংগ্রেসকে সমর্থন জানানোর কথাও জানিয়েছিলেন তিনি। তখন থেকেই জল্পনা ছিল এবার বিজেপির পর্ব শেষ ফের তৃণমূলে ফিরছেন অর্জুন সিং।

   

এমনকি কেন্দ্রীয় জুট কমিশনার মলয়চন্দন চক্রবর্তীর বিরুদ্ধে সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরুদ্ধে অসত্য বলার অভিযোগ তোলেন ব্যারাকপুরের বিজেপি সাংসদ। জুট কর্পোরেশনের অফিসের সামনে ধর্না দেওয়ার জন্য হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

অর্জুনের ফেসবুক পোস্ট ঘিরে শুরু হয়েছে জল্পনা। মনে করা হচ্ছে এবার তিনিও বিজেপি থেকে তৃণমূলে ফিরতে চলেছেন। তবে অমিত শাহর সফরের আগেই বড় সিদ্ধান্ত? নাকি অমিত সফরে মত বদল হতে পারে অর্জুনের? এই প্রশ্ন মাথাচাড়া দিয়েছে প্রবলভাবে।

ভাটপাড়া বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের হয়ে জয়লাভের পর ২০১৯ সালে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেন অর্জুন সিং। এরপর একাধিক কর্মসুচিতে একেবারে ফ্রন্টে থেকে লড়াই করেছেন। কিন্তু উপনির্বাচনে বিজেপির পরপর হারের পরেই বেঁকে বসেছেন অর্জুন সিং। পুরভোটে ভাটপাড়ায় তাঁর দাপট শেষ হয়েছে। বিজেপির থেকে ভোটের নিরিখে ভালো ফল করেছে সিপিআইএম।

এরপরেই অর্জুন সিং বিজেপির উপর ক্ষোভ ঝাড়তে শুরু করেছেন। রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা খুব শীঘ্রই রাজ্য রাজনীতিতে বিরাট বদল আসতে চলেছে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন