আগামীকাল ২১ জুলাই। শহিদ দিবস উপলক্ষে তৃণমূলের অন্দরে চলছে শেষ মুর্হুতে প্রস্তুতি৷ বিভিন্ন জেলা থেকে কর্মী-সমর্থকরা এসে ভিড় জমাচ্ছেন শহর কলকাতায়৷ ধীরে ধীরে অবরুদ্ধ হচ্ছে গোটা শহর৷ এরই মাঝে তৃণমূলের বিরুদ্ধে শহীদ দিবস নিয়ে খোঁচা দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারি (Subvendu Adhikari)৷
তিনি বলেন, তৃণমূল নেত্রী আসানসোলে ঘোষণা করেছেন সেটা হবে জিহাদ দিবস। একুশে জুলাই বিজেপির বিরুদ্ধে জিহাদ হবে। এটা জিহাদ দিবস, শহীদ দিবস নয়। টুকরো টুকরো ছবিই সে কথা বলছে। ডিজে বাজছে আর পাগলু ডান্স হচ্ছে৷ শুভেন্দুর কথায়, দলীয় কর্মসূচির নামে সরকারি কর্মসূচি হচ্ছে বলে দাবি করেন নন্দীগ্রামের বিধায়ক৷
তাঁর কথায়, স্বাস্থ্য দফতর, ডিএম, বিডিও-রা সার্কুলার দিয়েছে, প্রত্যেকটা রেল স্টেশনে, বাস স্ট্যান্ডে মেডিক্যাল ক্যাম্প এবং ফুড প্যাকেট রাখতে। মমতাই পুলিশ, মমতাই প্রশাসন।এটাকে একবারে সরকারি প্রোগামে পরিণত করেছে।
উল্লেখ্য, ২১ জুলাই তৃণমূলের পালটা কর্মসূচির ঘোষণা করেছিল বিজেপি। কিন্তু আদালতের নির্দেশ, ওই দিন বিজেপির কর্মসূচি করা যাবে না। শুভেন্দুর বক্তব্য, মমতাকে খুশি করার জন্য পুলিশের এই মরিয়া প্রয়াস। মমতা বন্দ্যোপাধ্যায়কে খুশি করার জন্য মমতারই পুলিশ সরকারি আইনজীবীদের দিয়ে এই ধরনের সাওয়াল করিয়েছেন।
তাঁর কথায়, দার্জিলিং থেকে দিঘা, কোচবিহার থেকে কাকদ্বীপ, কোথাও কোন জাতীয় রাজনৈতিক দলের বড় কর্মসূচী থাকলে সেখানে অন্য দল রাজনৈতিক কর্মসূচি পালন করতে পারবে না ? তবে এটাও মনে রাখতে হবে চিরদিন তো আর তৃণমূল ক্ষমতায় থাকবে না।