Municipal Election: ‘কাঁচা বাঁশ’ হুমকিদাতা দিলীপ ঘোষের কঠিন লড়াই খড়্গপুরে

Dilip Ghosh

Municipal Election: 
পশ্চিম মেদিনীপুর জেলার ৭টি পুরসভার নির্বাচন হবে রবিবার। তবে নজর খড়্গপুরে। বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষকে ঘিরে তীব্র অশান্তির আশঙ্কা করছে তৃণমূল কংগ্রেস। খড়্গপুর পুরসভার যুদ্ধ দিলীপ ঘোষের প্রেস্টিজ ফাইট। তবে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব এখানে প্রবল।

খড়্গপুরের পুরভোটে অশান্তির আশঙ্কা করলেন পিংলার বিধায়ক জেলা তৃণমূল কংগ্রেসের ইলেকশন কো-অর্ডিনেটর অজিত মাইতি। ভোট প্রচারে বেরিয়ে দিলীপ ঘোষ মন্তব্য করেছিলেন কাঁচা বাঁশ কেটে রাখা হবো। অভিযোগ, এর থেকেই অশান্তির আশঙ্কা থাকছে।

   

খড়গপুরে পুরসভার ভোট প্রচারে এসে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মন্তব্যের জেরে পরিস্থিতি সরগরম। টিএমসি নেতা অজিত মাইতি বলেন আমি দীলিপবাবুর মতো ওই রকম মন্তব্য করব না তবে সাধারণ মানুষ তৈরি রয়েছে, আমরা প্রতিরোধ করব।

বিজেপির বক্তব্য তৃণমূলের সন্ত্রাস ও ভোট লুট করা সম্পূর্ণভাবে মোকাবিলা করার হিম্মত রয়েছে দিলীপ ঘোষের তাই ওরা আবোল তাবোল বকছে।

খড়্গপুরে বিজেপি সাংসদ দিলীপ ঘোষ ও বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়ের গোষ্ঠীতে বিভক্ত। এর জেরে ভোটে প্রভাব পড়বে। সম্প্রতি যে পুরনিগম ভোট হয়ে গেছে, তাতে বিজেপির তৃতীয় হওয়া ও সিপিআইএমের দ্বিতীয় স্থানে উঠে আসার গতি পুরভোটে ছাপ ফেলতে চলেছে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন