বৃহস্পতি তুঙ্গে থাকা BJP ৬৯ শতাংশ সম্পত্তির মালিক

BJP

ভারতীয় জনতা পার্টির (BJP) বৃহস্পতি তুঙ্গে। ভারতের যে কোনো রাজনৈতিক দলের তুলনায় গেরুয়া শিবিরে গচ্ছিত সম্পত্তির পরিমাণ সর্বাধিক। ২০১৯-২০ আর্থিক বর্ষের রিপোর্ট বিশ্লেষণের পর এমনটাই দাবি করেছে একটি গ্রুপ।

Advertisements

উক্ত সময়কালে বিজেপির পক্ষ থেকে জানানো হয়েছিল তাদের কাছে রয়েছে ৪৮৪৭.৭৮ কোটি টাকার সম্পত্তি। যা লজ্জায় ফেলবে ভারতের অন্যান্য দলের কোষাগারকে। প্রদান করা তথ্য অনুযায়ী কংগ্রেস রয়েছে অনেক পিছনে। দ্বিতীয় স্থানও তারা অর্জন করতে পারেনি। দ্বিতীয় স্থানে রয়েছে বহুজন সমাজ পার্টি। BSP’র তখন মোট সম্পত্তির পরিমাণ ছিল ৬৯৮.৩৩ কোটি টাকা এবং Congress-এর ৫৮৮.১৬ কোটি টাকা। সংবাদমাধ্যমে তথ্য প্রদান করেছে পোল রিফর্ম অ্যাডভোকেসি গ্রুপ ADR ।

অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস ২০১৯-২০ বর্ষে জাতীয় ও আঞ্চলিক দলগুলির সম্পদ, সম্পত্তি বিশ্লেষণের ভিত্তিতে তাদের রিপোর্ট প্রস্তুত করেছে বলে জানা গিয়েছে। রিপোর্ট মোতাবেক, ওই আর্থিক বছরে সাতটি জাতীয় এবং চুয়াটি আঞ্চলিক দলের পক্ষ থেকে ঘোষিত মোট সম্পদের পরিমাণ যথাক্রমে ৬৯৮৮.৫৭ কোটি টাকা এবং ২১২৯. ৩৮ কোটি টাকা।

Advertisements

সাতটি জাতীয় রাজনৈতিক দলের মধ্যে সবচেয়ে বেশি সম্পদ ঘোষণা করেছে বিজেপি। যা প্রত্যেক দলের মোট সম্পত্তির ৬৯.৩৭ শতাংশ। দু’নম্বরে বিএসপির সম্পত্তি ৯.৯৯ শতাংশ। কংগ্রেসের শতকরা ৮.৪২ শতাংশ।

আঞ্চলিক দলগুলির সম্পত্তির পরিমাণও উল্লেখযোগ্য। সমাজবাদী পার্টির কাছে গচ্ছিত সম্পত্তির পরিমাণ ৪৩৪.২১৯ কোটি টাকা। টিআরএস- এর কাছে ছিল ২৫৬.০১ কোটি টাকা। এআইএডিএমকে’র সম্পত্তি ২৪৬.৯০ কোটি টাকা, ডিএমকে- ১৬২.৪২৫ কোটি টাকা, শিবসেনা- ১৪৮.৪৬ কোটি টাকা, বিজেডি- ১১৮.৪২৫ কোটি টাকা। সবথেকে ধনী দলের তালিকার ওপরেই দিকে নেই তৃণমূলের নাম।