BJP: বামফ্রন্টের নিচে বাংলায় তিন নম্বরে বিজেপি, সুকান্তে আস্থা তেমন নেই দিলীপের

Dilip Ghosh

সিপিআইএমের উত্থানে ভাবিত বিজেপি সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। তিনি নিজ দল বিজেপির রাজ্য সম্পাদক সুকান্ত মজুমদারের অভিজ্ঞতা কম বলে কটাক্ষ করেছেন। 

বৃহস্পতিবার সল্টলেক স্টেডিয়ামে প্রাতঃভ্রমণে এসে সাংবাদিকদের সামনে দলীয় ব্যর্থতা তুলে ধরেন দিলীপ ঘোষ।

   

দিলীপ ঘোষের এমন স্বীকারোক্তির জেরে বঙ্গ বিজেপিতে শোরগোল। মনে করা হচ্ছে, এবার দিলীপ সুকান্ত যুদ্ধে লংকাকাণ্ড ঘটতে দেখা যাবে মুরলীধর সেন লেনের দফতরে।

বিধানসভায় বিরোধী দল হলেও রাজ্যের মাঠে ঘাটে তেমন নেই বিজেপি। দল এখন রাজ্যে তিন নম্বরে নেমেছে। স্বীকার করেছেন বিজেপি সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। তিনি যে বর্তমান রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের উপর তেমন আস্থা রাখতে পারছেন না তাও ইঙ্গিত দিয়েছেন।

বিধানসভার ভোটে রাজ্যে ঐতিহাসিক উত্থান হয়েছে বিজেপির। তারা প্রথমবার বিরোধী দলের মর্যাদা পায়। তবে তৃণমূল কংগ্রেসকে হারিয়ে ক্ষমতা দখল করতে না পারায় ভোট পরবর্তী ধসের কবলে বিজেপি। আর পরপর উপনির্বাচন, পুরসভা ভোট, পুরনিগম ভোটে বিজেপি নেমেছে। দ্রুত দ্বিতীয় স্থানে উঠে এসেছে বামফ্রন্ট তথা সিপিআইএম। যদিও বিধানসভায় সিপিআইএম শূন্য। এ রাজ্যের কোনও লোকসভাতেও বামফ্রন্ট নেই। কিন্তু উপনির্বাচনগুলির ফলাফল ফের বামোত্থানে ভাবিত দিলীপ ঘোষ।

দিলীপ ঘোষ বলেন, যেভাবে বিজেপির অবনমন হচ্ছে তা উদ্বেগজনক। কর্মীরা হতাশ। নেতৃত্ব নিয়েও ইঙ্গিতে সুকান্ত মজুমদারকে কটাক্ষ করেছেন দিলীপ ঘোষ। বিধানসভা ভোটের পর দিলীগ ঘোষকে রাজ্য সভাপতির পদ থেকে সরিয়ে দেয় বিজেপি। সুকান্ত মজুমদার আসেন সেই পদে।

দিলীপ ঘোষ বলেন, আমি যখন শুরু করি তখন কর্মীদের মলোবল ছিল তুঙ্গে। রাজ্য জুড়ে সংগঠন করেছি। সুকাম্ত মজুমদারকে আরও অভিজ্ঞতা অর্জন করতে হবে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন