Gujarat: সবরমতী আশ্রমে গিয়ে মুগ্ধ বরিস, ঘোরালেন চরকাও

দুদিনের জন্য ভারত সফরে এসেছেন ইংল্যান্ডের প্রধানমন্ত্রী বরিস জনসন (Borris Johnson)। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বৃহস্পতিবার আহমেদাবাদে (Ahmedabad) আসেন এবং সবরমতী আশ্রম পরিদর্শন করেন। এদিন তাঁর সঙ্গে…

দুদিনের জন্য ভারত সফরে এসেছেন ইংল্যান্ডের প্রধানমন্ত্রী বরিস জনসন (Borris Johnson)। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বৃহস্পতিবার আহমেদাবাদে (Ahmedabad) আসেন এবং সবরমতী আশ্রম পরিদর্শন করেন। এদিন তাঁর সঙ্গে ছিলেন গুজরাতের মুখ্যমন্ত্রী ভূপেশ প্যাটেল।

এর পাশাপাশি এদিন সবরমতী আশ্রমে (Sabarmati Ashram) জনসনকে চরকা অবধি ঘোরাতে দেখা যায়। আশ্রমে ভিজিটর্স বুকে একটি বার্তা লিখে জনসন বলেন, “এই অসাধারণ ব্যক্তির আশ্রমে আসা এবং কীভাবে তিনি সত্য ও অহিংসার এমন সহজ নীতিগুলি একত্রিত করেছিলেন তা বোঝার জন্য এটি একটি বিশাল সুযোগ।”

আহমেদাবাদের বিমানবন্দরে তাঁকে জমকালোভাবে অভ্যর্থনা জানানো হয়। জনসন তার দুই দিনের ভারত সফরে ইন্দো-প্যাসিফিক অঞ্চলে সহযোগিতা বাড়ানোর দিকে মনোনিবেশ করবেন, দুই দেশের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) নিয়ে আলোচনাকে গতি দেওয়ার পাশাপাশি প্রতিরক্ষা সম্পর্ক বাড়ানোর দিকেও মনোনিবেশ করবেন বলে খবর।

ব্রিটিশ হাইকমিশন (বিএইচসি) এক বিবৃতিতে বলেছে, জনসন তার ভারত সফরকে কাজে লাগিয়ে ‘বিশ্বের অন্যতম দ্রুত বর্ধনশীল অর্থনীতির সঙ্গে আমাদের সহযোগিতা, যুক্তরাজ্যের ব্যবসার জন্য বাণিজ্য প্রতিবন্ধকতা কমানো এবং দেশে কর্মসংস্থান ও প্রবৃদ্ধি রপ্ত করতে’ ব্যবহার করবেন।