Election 2022: বেধড়ক মার বিজেপি প্রার্থীকে, কাঠগড়ায় তৃণমূল

নির্বাচনের আগেই অশান্ত হয়ে উঠল খড়দাহ। জানা গিয়েছে, পুরভোটের পাঁচ দিন আগে এক বিজেপি নেতাকে প্রার্থীর বাড়ির সামনে বেধড়ক মারধরের অভিযোগ উঠল। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে…

Election 2022: বেধড়ক মার বিজেপি প্রার্থীকে, কাঠগড়ায় তৃণমূল

নির্বাচনের আগেই অশান্ত হয়ে উঠল খড়দাহ। জানা গিয়েছে, পুরভোটের পাঁচ দিন আগে এক বিজেপি নেতাকে প্রার্থীর বাড়ির সামনে বেধড়ক মারধরের অভিযোগ উঠল। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার খড়দায়।

আক্রান্ত হয়েছেন খড়দহ পুরসভার ৫ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী দেবাশিস শুভ। তাঁর অভিযোগ, তাঁকে প্রাণে মারার হুমকি দেওয়া হয়েছে। এমনকি মারধর করা হয় তাঁর নির্বাচনী এজেন্ট রমজান আলিকে। রহড়া থানায় শাসক দলের স্থানীয় কর্মীদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন রমজান। অভিযোগ, প্রচারের সময়েই তৃণমূল আশ্রীত দুষ্কৃতীরা তাঁর ওপর হামলা চালায়। তাঁকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হন তাঁর নির্বাচনী এজেন্টও।

রাস্তায় ফেলেও বিজেপি প্রার্থীকে লাঠি, লোহার রড দিয়ে মারধর করা হয় বলে অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে।

Advertisements

অভিযোগের কাঠগড়ায় তৃণমূল। ইতিমধ্যে বিচারের আশায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে গেরুয়া শিবির। যদিও গোটা অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল নেতৃত্ব।