Ukraine War: ইউক্রেনের পরিস্থিতি নিয়ে ন্যাটো নেতাদের সঙ্গে বৈঠকে বসবেন বাইডেন

ইউক্রেন-রাশিয়ার যুদ্ধে এবার কি আসরে নামবে আমেরিকা মার্কিন প্রেসিডেন্ট ডো বাইডেনের ইউরোপ সফর সেই প্রশ্নই তুলে দিচ্ছে। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জেন ​​সাকি মঙ্গলবার জানিয়েছেন…

Ukraine War: ইউক্রেনের পরিস্থিতি নিয়ে ন্যাটো নেতাদের সঙ্গে বৈঠকে বসবেন বাইডেন

ইউক্রেন-রাশিয়ার যুদ্ধে এবার কি আসরে নামবে আমেরিকা মার্কিন প্রেসিডেন্ট ডো বাইডেনের ইউরোপ সফর সেই প্রশ্নই তুলে দিচ্ছে। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জেন ​​সাকি মঙ্গলবার জানিয়েছেন ইউরোপিয় নেতাদের সঙ্গে যুদ্ধ পরিস্থিতি নিয়ে আলোচনা করতে আগামী সপ্তাহে ইউরোপ সফরে যাবেন বাইডেন।

২৪ মার্চ ব্রাসেলসে ন্যাটোর শীর্ষ সম্মেলন রয়েছে। সেখানেই তিনি ইউরোপিয় নেতাদের সাথে দেখা করবেন। এছাড়া শীর্ষ সম্মেলনেও যোগ দেবেন তিনি। যেখানে নিষেধাজ্ঞা আরোপের প্রচেষ্টা এবং আরও মানবিক প্রচেষ্টা চলছে। সাকি বলেন, “সেখানে থাকাকালীন তাঁর লক্ষ্য হল ইউরোপীয় নেতাদের সাথে ব্যক্তিগতভাবে দেখা করা এবং রাশিয়ার ইউক্রেনে আক্রমণের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করা।” মঙ্গলবার বাইডেন ইউক্রেনে ১.৫ ট্রিলিয়ন মার্কিন ডলার ব্যয়ে অতিরিক্ত সামরিক ও মানবিক সহায়তা প্রদানের একটি বিলে স্বাক্ষর করেন। বিল স্বাক্ষর অনুষ্ঠানে তিনি বলেন মার্কিন যুক্তরাষ্ট্র ইউক্রেনের সাহসী জনগণকে তাদের দেশকে রক্ষা করার জন্য ইউক্রেনবাসীর সমর্থনে অগ্রসর হচ্ছে।

Advertisements

ইতিমধ্যে ইউক্রেনের প্রতি সমর্থনের নজির হিসাবে পোল্যান্ড, চেক প্রজাতন্ত্র এবং স্লোভাকিয়ার নেতারা মঙ্গলবার ইউক্রেনের রাজধানীতে যান। এছাড়াও ইউরোপিয় ইউনিয়নের নেতারা এদিন কিয়েভ যাচ্ছেন। চেক প্রধানমন্ত্রী পেত্র ফিয়ালা টুইট করেছেন, “এই সফরের উদ্দেশ্য হল ইউক্রেন এবং এর স্বাধীনতা ও স্বাধীনতার প্রতি ইউরোপিয়ান ইউনিয়নের দ্ব্যর্থহীন সমর্থন প্রকাশ করা।” সফরে থাকবেন স্লোভাক প্রধানমন্ত্রী জেনেজ জানসা, পোল্যান্ডের প্রধানমন্ত্রী মাতেউস মোরাউইকি এবং নিরাপত্তা বিষয়ক পোল্যান্ডের উপ-প্রধানমন্ত্রী এবং রক্ষণশীল শাসক দলের নেতা জারোস্লো কাকজিনস্কি।